কানাডার বদলে আসছে মালয়েশিয়া হকি দল

ওয়ার্ল্ড হকি লিগের দ্বিতীয় রাউন্ডে কানাডার বদলে খেলতে বাংলাদেশে আসছে মালয়েশিয়া।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Feb 2017, 12:58 PM
Updated : 6 Feb 2017, 12:58 PM

নিরাপত্তা ঝুঁকির কথা উল্লেখ হঠাৎই আগামী ৪ মার্চ মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে শুরুহতে যাওয়া টুর্নামেন্টে খেলতে না আসার সিদ্ধান্ত জানায় কানাডা।

স্বাগতিক বাংলাদেশসহ এই টুর্নামেন্টের অন্য দল মিশর, চীন, ফিজি, ঘানা, ওমান ও শ্রীলঙ্কা।

বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুস সাদেক সোমবার জাতীয় যুব হকির ফাইনালের পর সাংবাদিকদের মালয়েশিয়ার আসার কথা জানান।

“আমরা এইমাত্র এফআইএইচের (ওয়ার্ল্ড হকি ফেডারেশন) পাঠানো চিঠি পেয়েছি। আমরা নিশ্চিত হয়েছি, কানাডার জায়গায় মালয়েশিয়া খেলবে।”

হকিতে কানাডা ও মালয়েশিয়া প্রায় সমশক্তির দল। বিশ্ব র‌্যাঙ্কিংয়ে কানাডা ১১ নম্বর, মালয়েশিয়া ১৩ নম্বর। মালয়েশিয়ার বিপক্ষে ৪ মার্চের ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে বাংলাদেশ।

প্রথম ম্যাচের প্রতিপক্ষ শক্তিশালী মালয়েশিয়া হলেও তা নিয়ে দুঃশ্চিন্তার কিছু দেখছেন না সাদেক।

“মালয়েশিয়া শক্তিশালী দল হলেও কিছু করার নেই। কোনো না কোনো শক্তিশালী দলের মুখোমুখি আমাদের হতেই হবে।”

পুল ‘এ’তে বাংলাদেশ ও মালয়েশিয়ার সঙ্গী আছে ফিজি ও ওমান। পুল ‘বি’র চার দল চীন, শ্রীলঙ্কা, মিশর ও ঘানা।

বাংলাদেশের ম্যাচের সূচি:

৪ মার্চ: বাংলাদেশ-মালয়েশিয়া

৫ মার্চ: বাংলাদেশ-ফিজি

৭ মার্চ: বাংলাদেশ-ওমান