অনূর্ধ্ব-১৪ টেনিসে বাংলাদেশের জুয়েল ও দ. কোরিয়ার জেওং সেরা

এশিয়ান অনূর্ধ্ব-১৪ সিরিজ টেনিসে বালক এককে সেরা হয়েছে বাংলাদেশের জুয়েল রানা। মেয়েদের এককের সেরা দক্ষিণ কোরিয়ার বোইয়ং জেওং জিতেছেন দ্বৈতের মুকুটও।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Dec 2016, 04:45 PM
Updated : 2 Dec 2016, 04:45 PM

রমনায় জাতীয় টেনিস কমপ্লেক্সে বালকে এককের ফাইনালে লাওসের ফাথিকন কানিয়াফানকে ৬-১, ৬-২ গেমে হারিয়ে সেরা হন।

বালক দ্বৈতে সিঙ্গাপুরের টিমোথি লিমের সঙ্গে জুটি গড়ে বাংলাদেশের মোহাম্মদ সাকিব জিতেছেন শিরোপা। ফাইনাল তারা ৬-২, ৭-৬, ১০-৮ গেমে হারান বাংলাদেশের ফরহাদ-শাহরিয়ার জুটিকে।

স্বদেশী হাইরিম জুংকে ৬-২, ৭-৫ গেমে হারিয়ে বালিকা এককের শিরোপা জেতা বোইয়ং জেওং পরে হা ইয়ং রুর সঙ্গে জুটি গড়ে বালিকা দ্বৈতের শিরোপাও জেতেন।

বাংলাদেশ টেনিস ফেডারেশন জানায়, এবারের প্রতিযোগিতায় বাংলাদেশ, ভারত, কোরিয়া, লাওস, ফিলিপিন্স ও সিঙ্গাপুর থেকে ১৬ জন বালক ও ১৯ জন বালিকা অংশ নেয়।