মেসির বিশ্বাস, সাফল্য পাবে গুয়ার্দিওলার সিটি

সুযোগ পেলেই লিওনেল মেসির প্রশংসায় পঞ্চমুখ হন পেপ গুয়ার্দিওলা। এবার সাবেক গুরুর সাফল্য কামনা করলেন বার্সেলোনার তারকা ফরোয়ার্ডও। চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার সিটির মুখোমুখি হওয়ার আগে জানালেন, তার বিশ্বাস, স্প্যানিশ এই কোচের অধীনে আরও উন্নতি করে সাফল্য পাবে ইংলিশ প্রিমিয়ার লিগের দলটি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 Oct 2016, 09:32 AM
Updated : 31 Oct 2016, 09:32 AM

কোচ হিসেবে বার্সেলোনাকে অনেক সাফল্য এনে দেওয়া গুয়ার্দিওলা বায়ার্ন মিউনিখ ঘুরে এ মৌসুমেই দায়িত্ব নিয়েছেন সিটির। মেসিদের সঙ্গে ১৪টি শিরোপা জেতা গুয়ার্দিওলা বায়ার্নের হয়ে জেতেন সাতটি শিরোপা।

সিটির দায়িত্ব নেওয়া গুয়ার্দিওলাকে নিয়ে আশাবাদী মেসি।

“সিটি দারুণ একটি দল। সব সময় তারা ভালো দল এবং প্রতি বছর আমরা তাদের বিপক্ষে খেলি; কিন্তু এখন পেপকে পেয়ে তারা আরও উন্নতি করবে।”

সিটির মাঠ ইতিহাদ স্টেডিয়ামে মঙ্গলবার দুই দল চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্যায়ে আবার মুখোমুখি হবে। কাম্প নউতে আগের ম্যাচে মেসির হ্যাটট্রিকে সিটিকে ৪-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছিল বার্সেলোনা।

চোটের কারণে সিটির বিপক্ষে মাঝমাঠের নির্ভরযোগ্য খেলোয়াড় আন্দ্রেস ইনিয়েস্তাকে পাচ্ছে না বার্সেলোনা। এ নিয়ে কিছুটা দুর্ভাবনা থাকলেও মেসি দল নিয়ে আত্মবিশ্বাসী।

“আমরা সবাই ভালো অবস্থায় আছি এবং আমরা খুব আত্মবিশ্বাস নিয়ে আসছি।”