চোট নিয়ে মাঠের বাইরে রামোস

সের্হিও রামোস বাঁ হাঁটুর লিগামেন্টে চোট পেয়েছেন বলে নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Oct 2016, 12:11 PM
Updated : 11 Oct 2016, 12:11 PM

বিশ্বকাপ বাছাইপর্বে গত রোববার আলবেনিয়ার মাঠে স্পেনের ২-০ গোলে জেতা ম্যাচে হেড করার সময় খুব বাজেভাবে পড়ে গিয়েছিলেন রিয়ালের ডিফেন্ডার রামোস। ৮০তম মিনিটে মাঠ ছাড়তে হয় ৩০ বছর বয়সী এই খেলোয়াড়কে।

রিয়াল এক বিবৃতিতে জানায়, মেডিক্যাল পরীক্ষার পর রামোসের বাঁ হাটুর মেডিয়াল কোলাটেরাল লিগামেন্টে দ্বিতীয় গ্রেডের চোট ধরা পড়েছে।

স্পেনের সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, এক মাস মাঠের বাইরে থাকতে হতে পারে রিয়াল অধিনায়ককে।

লা লিগায় রিয়াল বেতিস, আথলেতিক বিলবাও, আলাভেস ও লেগানেসের বিপক্ষে ম্যাচ আর চ্যাম্পিয়ন্স লিগে লেগিয়া ওয়ারসর বিপক্ষে দুটি ম্যাচে মাঠের বাইরে থাকতে হতে পারে রামোসকে।