পা ভেঙে মাঠের বাইরে রিয়ালের কাসেমিরো

ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাসেমিরোর বাঁ পায়ের হাড়ে চিড় ধরা পড়েছে বলে জানিয়েছে তার ক্লাব রিয়াল মাদ্রিদ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Sept 2016, 09:36 AM
Updated : 23 Sept 2016, 09:36 AM

সান্তিয়াগো বের্নাবেউয়ে লা লিগায় গত বুধবার ভিয়ারিয়ালের বিপক্ষে রিয়ালের ১-১ গোলে ড্র করা ম্যাচে চোট নিয়ে ১৯তম মিনিটে মাঠ ছাড়েন কাসেমিরো। মেডিক্যাল পরীক্ষার পর রোববার রিয়াল কাসেমিরোর বাঁ পায়ের ফিবুলায় চিড় ধরার বিষয়টি জানায়।

কাসেমিরোকে কতদিন মাঠের বাইরে থাকতে হবে তা জানায়নি রিয়াল। তবে স্পেনের সংবাদমাধ্যমের খবর, ২৪ বছর বয়সী এই মিডফিল্ডারকে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে।

এই সময়ে রিয়াল লিগে লাস পালমাস ও এইবার এবং চ্যাম্পিয়ন্স লিগে বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে খেলবে। আর বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিল খেলবে বলিভিয়া ও ভেনেজুয়েলার বিপক্ষে।