কালিয়ারিকে উড়িয়ে শীর্ষে ইউভেন্তুস

দুই ম্যাচের জয় খরা কাটিয়ে সাফল্যের দেখা পেয়েছে ইউভেন্তুস। সেরি আয় কালিয়ারিকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে পয়েন্ট তালিকায় শীর্ষে ফিরেছে প্রতিযোগিতার সফলতম ক্লাবটি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Sept 2016, 09:44 PM
Updated : 21 Sept 2016, 09:44 PM

গত সপ্তাহে চাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে সেভিয়ার সঙ্গে গোলশূন্য ড্রয়ের পর রোববার লিগে ইন্টারের মাঠে ২-১ ব্যবধানে হেরেছিল ইউভেন্তুস।

ইউভেন্তুস স্টেডিয়ামে বুধবার সন্ধ্যায় প্রথমার্ধেই তিন গোলে এগিয়ে গিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় ইতালির শীর্ষ লিগের গত পাঁচ আসরের চ্যাম্পিয়নরা।

চতুর্দশ মিনিটে ইতালিয়ান ডিফেন্ডার দানিয়েলে রুগানির গোলে এগিয়ে যায় ইউভেন্তুস। ৩৩তম মিনিটে ব্যবধান বাড়ান এ মৌসুমেই চ্যাম্পিয়ন শিবিরে যোগ দেওয়া আর্জেন্টিনার তারকা স্ট্রাইকার গনসালো হিগুয়াইন।

ছয় মিনিট বাদে স্কোরলাইন ৩-০ করেন বার্সেলোনার সাবেক ডিফেন্ডার দানি আলভেস। ৮৩তম মিনিটে অতিথিদের ইতালিয়ান ডিফেন্ডার লুকা কেপিতেল্লি নিজেদের জালে বল জড়ালে বড় ব্যবধানে জয় নিশ্চিত হয়ে যায় ইউভেন্তুসের।

শীর্ষে ফেরা ইউভেন্তুসের পয়েন্ট পাঁচ ম্যাচে ১২।

অন্য ম্যাচে জেনোয়ার সঙ্গে গোলশূন্য ড্র করা নাপোলি দ্বিতীয় স্থানে নেমে গেছে। সমান ম্যাচে তাদের পয়েন্ট ১১।

এছাড়া ইন্টার মিলান ২-০ গোলে এম্পোলিকে, কিয়েভো ২-১ গোলে সাস্সুয়োলোকে এবং রোমা ৪-০ ব্যবধানে ক্রোতোনেকে হারিয়েছে।

সমান ম্যাচে ১০ করে পয়েন্ট নিয়ে কিয়েভো তৃতীয়, রোমা চতুর্থ ও ইন্টার পঞ্চম স্থানে আছে।