লিগে শেখ জামালে সুইডিশ কোচ

লারস গোরান স্তেফান হানসনের হাতে দলের দায়িত্ব তুলে দিয়েছে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব। তবে সুইডিশ এই কোচের দায়িত্ব আপাতত বাংলাদেশ প্রিমিয়ার লিগ পর্যন্ত।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Sept 2016, 04:53 PM
Updated : 19 Sept 2016, 04:53 PM

রোববার ঢাকায় পা রাখা হানসনের সঙ্গে সোমবার দুপুরে চুক্তির আনুষ্ঠানিকতা সারা হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান শেখ জামালের ফুটবল কমিটির চেয়ারম্যান আশরাফউদ্দিন আহমেদ চুন্নু।

“লিগের শিরোপা ধরে রাখাই আমাদের মূল লক্ষ্য। তাই আপাতত লিগের জন্য তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। যদি তিনি ভালো করেন, তাহলে দীর্ঘমেয়াদেও তাকে রাখা হতে পারে।”

৫৮ বছর বয়সী হানসনের সুইডেন ছাড়াও নরওয়ে, ডেনমার্কের ঘরোয়া ফুটবলের কাজ করার অভিজ্ঞতা আছে। ২০১২ থেকে ২০১৪ সাল পর্যন্ত মিয়ানমারের অনূর্ধ্ব-২৩ দলের কোচও ছিলেন তিনি।

চুক্তির পর সন্ধ্যায় শেখ জামাল-মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের ম্যাচ দেখতে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আসেন হানসন। ডাগআউটেও দলের সঙ্গে সময় কাটান। মঙ্গলবার থেকে তিনি কাজ শুরু করবেন বলে জানান চুন্নু।

“আশা করি অভিজ্ঞতা দিয়ে তিনি আমাদের প্রত্যাশিত সাফল্য এনে দিতে পারবেন।”