সেইলিংয়ে শেষ দিনে ব্রাজিলের সোনা

রিও গেমসে সেইলিংয়ের শেষ দিনে দেশের মানুষকে সোনার পদক উপহার দিয়েছে মার্তিনে গ্রায়েল ও কাহেনা কুনসে জুটি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 August 2016, 08:48 AM
Updated : 19 August 2016, 08:48 AM
মেয়েদের ফোরটিনাইন ইআর এফএক্স ফাইনালে নিউ জিল্যান্ডের অ্যালেক্স ম্যালোনেই ও মলি মিচ জুটিকে হারিয়ে সেরা হন গ্রায়েল-কুনসে জুটি। ডেনমার্ক জিতেছে ব্রোঞ্জ।

পুরুষ ফোরটিনাইন ইআরে চ্যাম্পিয়ন নিউ জিল্যান্ড

চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন পিটার বার্লিং ও ব্লেয়ার টাক জুটি পুরুষ ফোরটিনাইন ইআর ইভেন্টে নিউ জিল্যান্ডকে সোনার পদক এনে দিয়েছে।

লন্ডনে গত অলিম্পিকে রুপা জিতেছিলেন তারা।

বৃহস্পতিবার পদক নির্ধারণী রেসের আগেই অবশ্য ৩৪ পয়েন্ট এগিয়ে থাকা কিউই জুটির সেরা হওয়া নিশ্চিত হয়ে গিয়েছিল।

তাই এই রেস মূলত ছিল দ্বিতীয় ও তৃতীয় স্থান নির্ধারণের লড়াইয়ে। তাতে অস্ট্রেলিয়া রুপা ও জার্মানি ব্রোঞ্জ পদক পায়।

৪৭০ পুরুষ বিভাগে সেরা ক্রোয়েশিয়া

৪৭০ পুরুষ ইভেন্টের শেষ রেসে অষ্টম হলেও আগের রেসগুলো থেকে পাওয়া পয়েন্টের অনেক এগিয়ে থাকায় সোনার পদক পেয়েছে ক্রোয়েশিয়ার সিমে ফান্তেলা ও ইগর মারেনিচ জুটি।

১০ পয়েন্ট এগিয়ে থেকে বৃহস্পতিবার শেষ রেসে নামা ক্রোয়াট জুটির সোনা জয়ের সম্ভাবনা কখনোই হুমকির মুখে ছিল না। তাদের নিকট প্রতিদ্বন্দ্বী এখানেও তাদের পিছনে থেকেই রেস শেষ করে।

অস্ট্রেলিয়া রুপা ও গ্রিস পেয়েছে ব্রোঞ্জ।

৪৭০ মহিলা বিভাগে সেরা যুক্তরাজ্য

সেইলিংয়ে ৪৭০ নারী ইভেন্টের সোনা যুক্তরাজ্যকে এনে দিয়েছে হ্যানা মিলস-স্যাসকিয়া ক্লার্ক জুটি। দেশের মাটিতে ২০১২ সালের লন্ডন অলিম্পিকে এই জুটি রুপা জেতে।

পদক নির্ধারণী রেসের আগেই অবশ্য ২০ পয়েন্ট নিয়ে এগিয়ে থাকা যুক্তরাজ্যের জুটির সেরা হওয়া অনেকটাই নিশ্চিত ছিল।

নিউ জিল্যান্ড রুপা ও ফ্রান্স ব্রোঞ্জ পেয়েছে।