ব্যাডমিন্টনে জাপানের ইতিহাস

দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে ডেনমার্ককে হারিয়ে ব্যাডমিন্টনে মেয়েদের দ্বৈতে সোনার পদক জিতেছে মিসাকি মাতসুতোমো ও আইয়াকা তাকাহাসি জুটি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 August 2016, 01:33 AM
Updated : 19 August 2016, 01:33 AM

অলিম্পিক ইতিহাসে ব্যাডমিন্টনে জাপানের এটাই প্রথম সোনার পদক।

রিও গেমসের ত্রয়োদশ দিন বৃহস্পতিবারের ফাইনাল ম্যাচটি ১৮-২১, ২১-৯, ২১-১৯ পয়েন্টে জেতে জাপান।

ডেনমার্কের ক্রিস্তিনা পেদেরসন ও কামিলা রিতার জুটির বিপক্ষে তৃতীয় ও শেষ গেমে ১৯-১৬ পয়েন্টে পিছিয়ে ছিল মাতসুতোমো-তাকাহাসি জুটি। ওখান থেকে টানা পাঁচ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয় তারা।

চীনকে হারিয়ে ব্রোঞ্জ জিতেছে দক্ষিণ কোরিয়া।