সার্বিয়ার খরা কাটালেন স্তেফেনাক

অবশেষে রিও দে জেনেইরো অলিম্পিকে সোনার খরা ঘুচল সার্বিয়ার। কুস্তিগীর দাভর স্তেফানেক প্রথমবারের মতো ব্রাজিলে সার্বিয়ার জাতীয় সঙ্গীত বাজালেন।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 August 2016, 10:26 AM
Updated : 17 August 2016, 10:26 AM
গ্রেকো-রোমান রেসলিংয়ের ৬৬ কেজি ওজনশ্রেণিতে আর্মেনিয়ার মিগ্রান আরুতাইয়ুনিয়ানকে হারিয়েছেন ৩০ বছর বয়সী স্তেফানেক।

২০১৪ সালে বিশ্বচ্যাম্পিয়নশিপের সোনা জেতা স্তেফানেকের এটাই প্রথম অলিম্পিক সোনা। ২০১৫ সালের বিশ্বচ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতেছিলেন তিনি।

৯৮ কেজি ওজনশ্রেণির সোনা আলেক্সানিয়ানের

৬৬ কেজি ওজনশ্রেণিতে হতাশ হলেও ৯৮ কেজি ওজনশ্রেণি থেকে সোনার পদক পেয়েছে আর্মেনিয়া। ফাইনালে কিউবার ইয়াসমানি দানিয়েল লুগো কাব্রেরাকে হারান আর্তুর আলেক্সানিয়ান।

২০১২ সালের অলিম্পিকে ব্রোঞ্জ জেতা ২৪ বছর বয়সী আর্তুর ২০১৪ ও ২০১৫ সালের বিশ্বচ্যাম্পিয়নশিপে সেরা হয়েছিলেন।