রোয়িংয়ে সেরা যুক্তরাজ্য
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 14 Aug 2016 02:21 PM BdST Updated: 14 Aug 2016 07:08 PM BdST
শেষ দিনে আরও একটি ইভেন্টে চ্যাম্পিয়ন হয়ে রোয়িংয়ের সোনার লড়াইয়ে সেরার মর্যাদা পেয়েছে যুক্তরাজ্য।
পুরুষ একক স্কালসে শিরোপা ধরে রাখলেন ড্রাইসডেল
পুরুষ একক স্কালসে অবিশ্বাস্য এক লড়াইয়ের সাক্ষী হলো রিও অলিম্পিক।
নিউ জিল্যান্ডের মাহে ড্রাইসডেল ও ক্রোয়েশিয়ার দামির মার্তিন একই সঙ্গে লাইন পার হলেন। মনে হচ্ছিল যেন গতবারের চ্যাম্পিয়নকে ছাড়িয়ে গেছেন মার্তিন।
তবে চূড়ান্ত ঘোষণা আসতে দেরি হচ্ছিল, এমনকি প্রতিযোগী দুজনও একে অপরকে জিজ্ঞাসা করছিলেন ‘কে জিতেছে’। অবশেষে ফটো-ফিনিশে ড্রাইসডেলকে বিজয়ী ঘোষণা করা হয়।
এর আগে ২০০৮ বেইজিংয়ে রুপা ও ২০১২ লন্ডনে সোনা জেতেন ড্রাইসডেল।
লন্ডন অলিম্পিকের পর থেকে সবকটি বিশ্ব চ্যাম্পিয়নশিপ জেতা চেক প্রজাতন্ত্রের অন্দ্রেই সিনেক পেয়েছেন ব্রোঞ্জ।
মেয়েদের একক স্কালসে ব্রেনানের দাপুটে জয়
রিওতে মেয়েদের একক স্কালসে সোনা জিতেছেন ফেভারিট কিম্বার্লি ব্রেনান।
অস্ট্রেলিয়ার এই রোয়ার যুক্তরাষ্ট্রের গেভি স্টোনকে পেছনে ফেলেন। চীনের জিংলি দুয়ান ব্রোঞ্জ পেয়েছেন।
রোয়িংয়ে এক কর্ণধার ও আট দাঁড়ির ১৬ বৈঠার পুরুষদের এই ইভেন্টে পুরোটা পথ এগিয়ে থেকে সোনা নিশ্চিত করেছে যুক্তরাজ্য।
৫ মিনিট ২৯.৬৩ সেকেন্ডে শেষ করা যুক্তরাজ্য এক সময় প্রায় আড়াই সেকেন্ডে এগিয়ে ছিল। তবে শেষ দিকে দারুণ গতি তুলে জার্মানি ১.৩৩ সেকেন্ড পর লাইন পার করে। নেদারল্যান্ডস ব্রোঞ্জ জিতেছে।
এবারের অলিম্পিকের এই ইভেন্টে রোয়িংয়ে সবচেয়ে বেশি তিনটি সোনার পদক পেল যুক্তরাজ্য। জার্মানি ও নিউ জিল্যান্ড পেয়েছে দুটি করে।
মেয়েদের এইটে যুক্তরাষ্ট্রে আধিপত্য অব্যাহত
এক কর্ণধার ও আট দাঁড়ির এই ইভেন্টে নিজেদের আধিপত্য ধরে রেখেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাজ্যকে পিছনে রেখে টানা তৃতীয় অলিম্পিক ঘরে তুলেছে দেশটি। রোমানিয়া পেয়েছে ব্রোঞ্জ।


সর্বাধিক পঠিত
- দিনে বিদ্যুৎ যাচ্ছে কয়েকবার
- নিজের গায়ে আগুন দেওয়া গাজী আনিসকে বাঁচানো গেল না
- বেয়ারস্টো-রুটের ব্যাটে রেকর্ড গড়ার পথে ইংল্যান্ড
- চেলসি থেকে বার্সেলোনায় ক্রিস্টেনসেন
- লুহানস্কের পতনের পর এখন কোন পথে এগুবে রাশিয়া?
- ফেইসবুকে ধর্ম নিয়ে মন্তব্য: স্কুল শিক্ষকের ৮ বছরের কারাদণ্ড
- বাণিজ্য ঘাটতি বাড়ছেই, এবার ছাড়াল ৩০ বিলিয়ন ডলার
- মেডেন উইকেটের পর যে কারণে বোলিং পেলেন না মোসাদ্দেক
- হিলালীকে তুলে নিয়ে যা করেছিল অপহরণকারীরা
- বুয়েটের পর ঢাবিতেও প্রথম নটর ডেমের আসীর