রিওর সোনায় অপূর্ণতা ঘুচল মা লংয়ের

শিরোপা-শোভিত ক্যারিয়ারে একটি শিরোপারই অভাব ছিল মা লংয়ের। রিও দে জেনেইরোতে ছেলেদের টেবিল টেনিসে ব্যক্তিগত ইভেন্টে অলিম্পিক সোনার পদকের সেই হাহাকার ঘুচিয়েছেন চীনের এই তারকা খেলোয়াড়।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 August 2016, 08:11 AM
Updated : 12 August 2016, 08:11 AM

রিও অলিম্পিকের ষষ্ঠ দিনে বৃহস্পতিবার স্বদেশি ঝ্যাং জাইককে ৪-০ ব্যবধানে উড়িয়ে দিয়ে সোনা জেতেন লং। এই জয়ে বিশ্ব চ্যাম্পিয়নশিপ, বিশ্বকাপ ও অলিম্পিক শিরোপার গ্র্যান্ড স্ল্যাম পূর্ণ করা পঞ্চম খেলোয়াড় হয়ে গেছেন ২৭ বছর বয়সী লং।

আইটিটিএফ ওয়ার্ল্ড ট্যুরের সবচেয়ে বেশি শিরোপা জেতা লং লন্ডনে ২০১২ অলিম্পিকের এককে জায়গায়ই করে নিতে পারেননি। তবে রিও গেমসে চীনের পুরুষ দলের অধিনায়ক দলীয় ইভেন্টে সোনা জিতেছিলেন সেবার।

২০১৫ সালের মার্চ থেকে র‌্যাংকিংয়ের শীর্ষে থাকা লং অলিম্পিকের ব্যক্তিগত ইভেন্টে সোনার পদকের অপূর্ণতা ঘোচাতে পেরে দারুণ খুশি।

“অনেক বছর টেবিল টেনিস খেলার পর অবশ্যই এই সোনা জেতা আমার স্বপ্ন ছিল তাই এটি অর্জন করতে পেরে আমি খুব খুশি।”