চতুর্থ অলিম্পিকে এসে লক্ষ্যভেদ বারবারার

অলিম্পিকে আগের তিনবারে কোনো পদক না পাওয়া বারবারা এংলেডের রিও দে জেনেইরো এসে বাজিমাত করলেন। মেয়েদের ৫০ মিটার রাইফেল থ্রি পজিশন ইভেন্টে সোনা জিতেছেন জার্মানির এই শুটার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 August 2016, 01:45 AM
Updated : 12 August 2016, 01:45 AM
হাঁটু গেড়ে, উপুর হয়ে শুয়ে ও দাঁড়িয়ে রাইফেল চালিয়ে মোট ৪৫৮.৬ স্কোর করে সেরা হন ৩৩ বছর বয়সী এংলেডার।

শ্বাসরুদ্ধকর লড়াইয়ে মাত্র ০.২ কম স্কোর করে রুপা জেতেন এবার প্রথম অলিম্পিকে আসা চীনের ঝাং বিনবিন।

২০০৮ সালের অলিম্পিক চ্যাম্পিয়ন ঝাংয়ের স্বদেশি দু লি ব্রোঞ্জ জেতেন।

এংলেডেরের শেষ শট ছিল হতাশাজনক; তার ৯.০ স্কোরের বিপরীতে ঝাং করেন ১০.৪ স্কোর। এর পর এংলেডার যখন বুঝতে পারলেন তিনিই জিতেছেন, হাঁটু গেড়ে বসে পড়েন, যেন বিশ্বাসই হচ্ছিল না তার।