মেসির সঙ্গে কথা বলতে বার্সেলোনায় আর্জেন্টিনা কোচ

লিওনেল মেসির সঙ্গে কথা বলতে বার্সেলোনায় পৌঁছেছেন আর্জেন্টিনার নতুন কোচ এদগার্দো বাউসা। দেশটির তারকা ফরোয়ার্ড অবসরের সিদ্ধান্ত পরিবর্তন করবেন বলে আশাবাদী জেরার্দো মার্তিনোর এই উত্তরসূরি। 

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 August 2016, 01:21 PM
Updated : 11 August 2016, 01:21 PM

গত জুনের শেষ সপ্তাহে কোপা আমেরিকার শতবর্ষী আসরের ফাইনালে চিলির কাছে টাইব্রেকারে হারের পর পরই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন মেসি। তার কদিন পর কোচের পদ থেকে পদত্যাগ করেন মার্তিনো।

দায়িত্ব পেয়েই বাউসা জানিয়েছিলেন, সময়ের সেরা তারকা মেসিকে ফেরানোই তার প্রথম লক্ষ্য। তবে জাতীয় দলে ফেরার জন্য মেসিকে তিনি বোঝাবেন, কিন্তু জোর করবেন না। 

গত বুধবার বার্সেলোনার এল প্রাত বিমানবন্দরে নেমে সাংবাদিকদের বাউসা বলেন, “আমার ভালো লাগছে যে এখানে আমি ফুটবল নিয়ে কথা বলতে এসেছি, যে ভাষাটা আমরা ভালো করে জানি। এই আলোচনা একটা সিদ্ধান্তের বিষয়ে; আমি এখানে মেসিকে প্রভাবিত করতে আসিনি, আমি এখানে ফুটবল নিয়ে কথা বলতে এসেছি। আমি চাই সে আমাকে বলুক, তার সিদ্ধান্ত নেওয়ার পেছনে কী হতাশা কাজ করেছে।”

বাউসা স্পেনে খেলা আর্জেন্টিনার অন্য সিনিয়র খেলোয়াড়দের সঙ্গেও কথা বলবেন। 

“আমি এখানে মেসি আর মাসচেরানোর সঙ্গে কথা বলতে এসেছি। সময় পেলে অন্য জায়গায়ও যাবো।”

আগামী সেপ্টেম্বরে রাশিয়া ২০১৮ বিশ্বকাপের বাছাইপর্বে উরুগুয়ে ও ভেনেজুয়েলার বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। এই দুই ম্যাচের জন্য শক্তিশালী একটি দল গড়ার আশা করছেন ৫৮ বছর বয়সী বাউসা।
 
৬ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে তৃতীয় স্থানে আছে আর্জেন্টিনা। ১৩ পয়েন্ট নিয়ে উরুগুয়ে আছে শীর্ষে, সমান পয়েন্ট পেয়ে একুয়েডরের অবস্থান দ্বিতীয় স্থানে।