দাপুটে জয়ে শীর্ষে শেখ জামাল
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 11 Aug 2016 06:55 PM BdST Updated: 11 Aug 2016 09:19 PM BdST
শুরুতে আত্মঘাতী গোলে এগিয়ে যাওয়া। পরে ব্যবধান বাড়ালেন এমেকা ডারলিংটন ও ওয়েডসেন আনসেলমে। ফেনী সকারকে হারিয়ে জেবি প্রিমিয়ার লিগ ফুটবলের পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গেছে শিরোপাধারী শেখ জামাল ধানমণ্ডি ক্লাব।
ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে বৃহস্পতিবার শেখ জামালের দাপুটে জয়টি ৩-১ গোলের। শেষ দিকে ফেনীর ব্যবধান কমানো গোলটি করেন মোহাম্মদ পারভেজ।
ম্যাচের তৃতীয় মিনিটেই আত্মঘাতী গোলে এগিয়ে যায় শেখ জামাল। ফেনী সকারের আগুয়ান গোলরক্ষকের মাথার ওপর দিয়ে এনামুল হক চিপ করার পর বল প্রতিপক্ষের মোরে মোহাম্মদের গায়ে লেগে ঠিকানা খুঁজে পায়।

দ্বিতীয়ার্ধের শুরুতে কেষ্ট কুমার বোস লালকার্ড পেলে দশ জনের দলে নেমে যায় শেখ জামাল। তবে দলের শক্তি কমে গেলেও ডারলিংটনের গোলে ব্যবধান দ্বিগুণ করে নেয় শিরোপাধারীরা।
আধিপত্য ধরে রেখে ৭৩তম মিনিটে ওয়েডসেনের গোলে লিগে নিজেদের দ্বিতীয় জয় অনেকটাই নিশ্চিত করে নেয় শেখ জামাল। ৮৫তম মিনিটে ইকবালের বাড়ানো বলে দুরূহ কোণ থেকে পারভেজ গোল করলেও তা ফেনীর ঘুরে দাঁড়ানোর জন্য যথেষ্ট ছিল না।

সর্বাধিক পঠিত
- শেবাগ ঝড়ে উড়ে গেল বাংলাদেশের সাবেকরা
- ঘরে চবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ, পাশে ‘সুইসাইড নোট’
- বার্সা কোচ কুমানের চাওয়া রিয়ালের জয়!
- পান্তের দিকে ‘তাকিয়ে’ গিলক্রিস্ট
- ১ হাজার হবে অ্যান্ডারসনের?
- ফাইনালে বার্সার প্রতিপক্ষ বিলবাও
- টিভি সূচি (শনিবার, ০৬ মার্চ ২০২১)
- ভারতে ‘প্রেম করায়’ বাবার হাতে মেয়ের শিরশ্ছেদ
- ফেব্রুয়ারির সেরা মেসি
- কোর্তোয়া বনাম ওবলাক: লড়াইটা তাদেরও