বাইরের লেন থেকে ইতিহাস বালাদিনের

ফাইনালে ওঠা আট সাঁতারুর মধ্যে তার টাইমিংই ছিল সবচেয়ে কম। তবে সবাইকে চমকে দিয়ে ছেলেদের ২০০ মিটার ব্রেস্টস্ট্রোকে সোনা জিতে নিয়েছেন কাজাখস্তানের দিমিত্রি বালাদিন।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 August 2016, 03:47 AM
Updated : 16 Oct 2016, 12:12 PM
অলিম্পিক সাঁতারে এশিয়ার এই দেশের এটাই প্রথম কোনো পদক।

রিও গেমসের পঞ্চম দিনে বাংলাদেশ বৃহস্পতিবার সময় সকালে আট নম্বর লেনে সাঁতরানো বালাদিন দেয়াল স্পর্শ করেন দুই মিনিট ৭ দশমিক ৪৬ সেকেন্ডে। মাত্র দশমিক শূন্য সাত সেকেন্ডে পেছনে ফেলেন যুক্তরাষ্ট্রের জশ প্রিনটকে। রাশিয়ার আন্তন চুপকোভ জেতেন ব্রোঞ্জ।

সাঁতারে বাছাইয়ে সর্বোচ্চ টাইমিং করা সাঁতারুরা থাকেন মাঝের চার ও পাঁচ নম্বর লেনে। প্রান্তের আট নম্বর লেন থেকে কারও সোনা জেতা তাই বিরল ঘটনা।

সোনা জেতার পর ২১ বছর বয়সী বালাদিন জানান বাইরের লেনে থাকার অভিজ্ঞতা।

“ভালো আর খারাপ দুই দিকই আছে। এক দিকে আপনি প্রতিদ্বন্দ্বীদের দেখতে পাবেন না তাই এটা খুবই কঠিন। কিন্তু অন্য দিকে, সুবিধা হলো যে, তাদের দেখতে পাবেন না দেখে কাউকে অনুসরণ না করে আপনি কেবল ফলের উপরই মনোসংযোগ করতে পারবেন।”

“আমি খুবই গর্বিত। এটা ইতিহাস, সাঁতারে কাজাখস্তানের জন্য প্রথম পদক। আমি আনন্দিত যে আমি এটা লিখলাম।”