ডাইভিংয়ে চীনের আধিপত্যে যুক্তরাজ্যের হানা

ডাইভিংয়ে আট ইভেন্টের সবকটিতে সোনা জয় আর হচ্ছে না চীনের। পুরুষ সিনক্রোনাইজড ৩ মিটার স্প্রিংবোর্ড ইভেন্টে তাদের হারিয়ে সোনা জিতেছে যুক্তরাজ্যের জ্যাক লাফার ও ক্রিস মিয়ার্স জুটি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 August 2016, 01:52 AM
Updated : 11 August 2016, 02:10 AM
লন্ডন অলিম্পিকে এই ডাইভিংয়ের ছয়টিতে চ্যাম্পিয়ন হওয়া চীনের ডাইভাররা এবার সবকটিতে সোনা জয়ের লক্ষ্যে ছিল।

গেমসের পঞ্চম দিনে লাফার ও মিয়ার্স জুটির নৈপুণ্যে এবারের রিও অলিম্পিকে তৃতীয় সোনার পদক জিতল ব্রিটেন। তাদের সতীর্থ টম ড্যালে ও ড্যান গুডফেলো ১০ মিটার সিনক্রোনাইজড ইভেন্টে ব্রোঞ্জ জেতেন।

২০০৮ সালের বেইজিং অলিম্পিক থেকে ৩ মিটারের সোনা চীনের দখলে ছিল কিন্তু রিওতে বুধবার রাতে তৃতীয় স্থানে থেকেই সন্তুষ্ট থাকতে হয় কিন কাই ও কাও ইউয়ান জুটিকে।

যুক্তরাষ্ট্রের স্যাম ডরম্যান ও মাইক হিক্সন নিজেদের শেষ ডাইভে এ প্রতিযোগিতার সর্বোচ্চ স্কোর ৯৮.০৪ করে রুপা জেতেন।

রিও গেমসে ডাইভিংয়ের আগের তিনটি সোনা জিতেছিল চীন।

মেয়েদের সিনক্রোনাইজড ৩ মিটার স্প্রিংবোর্ড ইভেন্টে উ মিনশিয়া ও শি তিংমাও জুটির সোনা জেতার পর ছেলেদের সিনক্রোনাইজড ১০ মিটার প্লাটফর্ম ডাইভিংয়ে সেরা হন চেন আইশেন ও লিন ইউই জুটি।

প্রতিযোগিতার চতুর্থ দিনে মেয়েদের সিনক্রোনাইজড ১০ মিটার প্ল্যাটফর্ম ইভেন্টে সোনা জেতেন চেন রুওলিন ও লিউ হুইশিয়া জুটি।