নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরে সুকন্যার সোনা জয়

২০১১ সালের কথা। ১৬তম জন্মদিনের উৎসবটা সারার পর পরই ডোপিংয়ের অভিযোগ প্রমাণিত হওয়ায় সুকন্যা স্রিসুরাতের মাথায় নেমে এলো ‍দুই বছরের নিষেধাজ্ঞার খাঁড়া। নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা সেই সুকন্যাই রিও অলিম্পিকে থাইল্যান্ডকে এনে দিয়েছেন ভারোত্তোলনের দ্বিতীয় সোনার পদক।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 August 2016, 05:42 AM
Updated : 9 August 2016, 10:00 AM
গেমসের তৃতীয় দিনে মেয়েদের ৫৮ কেজি ওজনশ্রেণিতে স্ন্যাচ ও ক্লিন অ্যান্ড জার্ক মিলিয়ে ২৪০ কেজি তুলে সেরা হয়েছেন সুকন্যা। স্ন্যাচে ১১০ ও ক্লিন অ্যান্ড জার্কে ১৩০ কেজি তুলেন ২১ বছর বয়সী এই ভারোত্তোলক। সুকন্যার স্বদেশি সিরিকায়েউ পিমসিরি ২৩২ কেজি তুলে পেয়েছেন এই ইভেন্টের রুপা।

ক্লাবের কারসাজিতে নিজের অজান্তে ডোপ নিয়ে নিষিদ্ধ হলেও থেমে যাননি সুকন্যা। রিও জয়ের পর নিজের অদম্য মানসিকতার কথা জানিয়েছেন তিনি, “কারণ আমি হাল ছেড়ে দেইনি।”

রিওতে থাইল্যান্ডকে ভারোত্তোলন থেকে প্রথম সোনাটি এনে দেন সোপিতা তানাসান। গেমসের প্রথম দিনে ৪৮ কেজি ওজনশ্রেণিতে সেরা হন তিনি।

কলম্বিয়াকে প্রথম সোনা এনে দিলেন আলবেইরো

কলম্বিয়াকে রিও অলিম্পিকের প্রথম সোনা এনে দিয়েছেন ফিগেরোয়া মোসকেরা অস্কার আলবেইরো।

পুরুষ ৬২ কেজি ওজনশ্রেণিতে স্ন্যাচ ও ক্লিন অ্যান্ড জার্ক মিলিয়ে ৩১৮ কেজি তুলেছেন এই ভারোত্তোলক।

৩১২ কেজি তুলে এ ইভেন্টের রুপা পেয়েছেন ইন্দোনেশিয়ার ইউলি ইকো ইরাওয়ান।