আনচেলত্তির বায়ার্নকে হারাল রিয়াল

দানিলোর একমাত্র গোলে ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপে বায়ার্ন মিউনিখকে হারিয়েছে রিয়াল মাদ্রিদ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 August 2016, 03:49 AM
Updated : 4 August 2016, 03:50 AM

নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বুধবার পুরানো ক্লাবের মুখোমুখি হয়েছিলেন বায়ার্নের নতুন কোচ কার্লো আনচেলত্তি। তবে নতুন শিষ্যরা তাকে হতাশই করেছে।

আগের ম্যাচে চেলসিকে ৩-২ গোলে হারানো রিয়ালের একাদশে বেশ কয়েকটি পরিবর্তন আনেন কোচ জিনেদিন জিদান। ইসকো ও লুকা মাদ্রিচের সঙ্গে হামেস রদ্রিগেসকে মধ্যমাঠে সুযোগ দেন ফরাসি এই কোচ। অধিনায়ক সের্হিও রামোস ফেরেন রক্ষণভাগে।

মৌসুম শুরুর আগে এই প্রীতি ম্যাচ গোলশূন্য ড্রর দিকেই এগোচ্ছিল। ১১ মিনিট বাকি থাকতে দূরপাল্লার দুর্দান্ত শটে রিয়ালকে জয় এনে দেন বদলি হিসেবে নামা ব্রাজিলের রাইট ব্যাক দানিলো।

মৌসুমের নিজেদের প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচে আগামী ৯ অগাস্ট উয়েফা সুপার কাপে ইউরোপা লিগ জয়ী সেভিয়ার মুখোমুখি হবে চ্যাম্পিয়ন্স লিগ জয়ী রিয়াল।

ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপের অন্য ম্যাচে ৩-১ গোলে এসি মিলানকে হারিয়েছে চেলসি। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটির হয়ে জোড়া গোল করেন ব্রাজিলের মিডফিল্ডার অস্কার।