আন্তর্জাতিক ফুটবল ছাড়ছেন না রবেন

এখনই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলবেন না বলে জানিয়ে দিয়েছেন নেদারল্যান্ডসের অধিনায়ক আরিয়েন রবেন।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 July 2016, 10:26 AM
Updated : 19 July 2016, 10:26 AM

লিপস্টাডের বিপক্ষে গত শনিবার মৌসুম শুরুর আগের প্রস্তুতি ম্যাচে কুঁচকিতে চোট পান বায়ার্ন মিউনিখের উইঙ্গার রবেন। ৬ সপ্তাহর জন্য মাঠের বাইরে থাকতে হবে ৩২ বছর বয়সী এই তারকাকে।

জাতীয় দলে খেলা ছেড়ে দেওয়ার কথা ভাবছেন কিনা-এই প্রশ্নের উত্তরে গোল ডটকমকে রবেন বলেন, “না। না, আদৌ না। এখনও না।”

“অবশ্যই আপনি সব পরিস্থিতি নিয়ে ভাবেন এবং বিশেষ করে শারীরিক বিষয়টি আমার জন্য একটা সমস্যা। (আন্তর্জাতিক ফুটবল ছাড়লে) আপনি বাড়তি ছুটি পেতে পারেন, যেটা ভালো হতে পারে কিন্তু নেদারল্যান্ডসের হয়ে খেলতে পেরে আমি খুব গর্বিত।”

“আমি দলের অধিনায়ক এবং দেশের জন্য খেলতে পারাটা সম্মানের। আর আমি এটা এখনই শেষ করতে চাই না।”

২০১৬ সালের ইউরোর বাছাইপর্বই উতরাতে পারেনি নেদারল্যান্ডস। রবেনও এবারের ইউরোর কোনো খেলাই দেখেননি বলে জানান।

“সত্যি আমি কোনো লাইভ খেলা দেখিনি কিন্তু আমি বায়র্নের খেলোয়াড়দের এগিযে যাওয়া আগ্রহ নিয়ে অনুসরণ করেছি। পরে আমি নকআউট পর্বের কিছু খেলা দেখেছি।”