অলিম্পিকে খেলবেন না ব্রাজিলের কস্তা

ঊরুর চোটের কারণে ব্রাজিলের অলিম্পিক দল থেকে সরে দাঁড়িয়েছেন বায়ার্ন মিউনিখের উইঙ্গার দগলাস কস্তা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 July 2016, 08:57 AM
Updated : 12 July 2016, 11:06 AM

বাঁ ঊরুর চোটের কারণে কোপা আমেরিকার শতবর্ষী আসরেও খেলতে পারেননি ২৫ বছর বয়সী কস্তা।

রিও দে জেনেইরো অলিম্পিকে কস্তা খেলতে পারবেন না বলে দু:খ প্রকাশ করেন বায়ার্নের সভাপতি কার্ল-হেইঞ্জ রুমেনিগে।

“আমরা সবাই চেয়েছিলাম দগলাস তার দেশের মাটির অলিম্পিক গেমসে খেলুক, কিন্তু খেলোয়াড়ের স্বাস্থ্য আর ফিটনেস সবার আগে।”

অলিম্পিক ফুটবলে সাধারণত অনূর্ধ্ব-২৩ দল খেলে থাকে, তবে কোনো দলের কোচ চাইলে তিন জন বেশি বয়সী খেলোয়াড় নিতে পারেন। অধিনায়ক নেইমার ও পালমেইরাসের গোলরক্ষক ফের্নান্দো প্রাসের সঙ্গে ব্রাজিল দলে বেশি বয়সী খেলোয়াড় হিসেবে ছিলেন কস্তা।

আগামী ৫ অগাস্ট এবারের অলিম্পিকের উদ্বোধন হবে। তবে ফুটবলে সোনার লড়াই শুরু হয়ে যাবে ৪ অগাস্ট। একই দিন ব্রাজিলিয়ায় স্তাদিও নাসিওনাল মানে গারিঞ্চাতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে স্বাগতিক ব্রাজিলের অভিযান।