ইংলিশ ফুটবল
চ্যাম্পিয়ন্স লিগে ইন্টার মিলানের বিপক্ষে ম্যাচের আগের দিন দলের সঙ্গে অনুশীলন করেছেন নরওয়ের তারকা মিডফিল্ডার।
Published : 05 Nov 2024, 07:57 PM
হুট করে পথ হারিয়ে ফেলা আর্সেনাল শিবিরে এখন স্বস্তির হাওয়া। চোট কাটিয়ে ফিরেছেন ইংলিশ ক্লাবটির মাঝমাঠের ভরসা ও অধিনায়ক মার্টিন ওডেগোর। এরই মধ্যে দলের সঙ্গে অনুশীলন করেছেন নরওয়ের তারকা।
চ্যাম্পিয়ন্স লিগে বুধবার ইন্টার মিলানের মুখোমুখি হবে আর্সেনাল। আগের দিন দলের সঙ্গে অনুশীলন করেছেন ওডেগোর। তবে গুরুত্বপূর্ণ ম্যাচটিতে তিনি খেলবেন কিনা, সেটা নিশ্চিত নয়।
উয়েফা নেশন্স লিগে গত মাসে অস্ট্রিয়ার বিপক্ষে নরওয়ের ২-১ ব্যবধানে জয়ের ম্যাচে দ্বিতীয়ার্ধে অ্যাঙ্কেলে চোট পান ওডেগোর। প্রতিপক্ষের এক খেলোয়াড়ের সঙ্গে বল দখলের লড়াইয়ে বেকায়দায় পড়ে তার গোড়ালি মচকে যায়।
সেই থেকে মাঠের বাইরে আছেন ওডেগোর, গত অগাস্টের শেষ দিকে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের বিপক্ষে আর্সেনালের জার্সিতে সবশেষ মাঠে নেমেছিলেন তিনি। গত সপ্তাহে দলটির কোচ মিকেল আর্তেতা বলেন, নভেম্বরের আন্তর্জাতিক বিরতির আগেই এই মিডফিল্ডারকে পাওয়ার আশায় আছেন তিনি। সেই পথে অনেকটা এগিয়ে গেলেন ২৫ বছর বয়সী ওডেগোর।
মৌসুমের শুরুতে দারুণ ছন্দে থাকা দলটি হুট করে দিশা হারিয়ে ফেলেছে। প্রিমিয়ার লিগে টানা তিন ম্যাচ জিততে পারেনি তারা।
গত ১৯ অক্টোবর বোর্নমাউথের বিপক্ষে মৌসুমে প্রথম হারের স্বাদ পায় গানাররা। সেই যে পথ হারাল, লিগে পরের দুই ম্যাচেও জয়ের দেখা পায়নি দলটি। লিভারপুলের বিপক্ষে ঘরের মাঠে দুবার এগিয়ে গিয়েও পয়েন্ট হারানোর পর, নিউক্যাসল ইউনাইটেডের মাঠে ১-০ গোলে হারে আর্তেতার দল।
প্রিমিয়ার লিগে ১০ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে গত দুই মৌসুমের রানার্সআপ আর্সেনাল। চ্যাম্পিয়ন্স লিগে তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে নবম স্থানে আছে তারা।