ইতালিয়ান ফুটবল
ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক এই গোলরক্ষকের সঙ্গে এক বছরের চুক্তি করেছে ইতালিয়ান ক্লাব ফিওরেন্তিনা।
Published : 10 Aug 2024, 07:54 PM
ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে চুক্তি শেষ হওয়ার পর এক বছর ধরে ক্লাবহীন থাকা দাভিদ দে হেয়া অবশেষে পেলেন নতুন ঠিকানা। স্প্যানিশ এই গোলরক্ষককে দলে যোগ করল ফিওরেন্তিনা।
৩৩ বছর বয়সী দে হেয়াকে দলে নেওয়ার কথা শুক্রবার নিশ্চিত করে ইতালিয়ান ক্লাবটি। তার সঙ্গে এক বছরের চুক্তি করা হয়েছে। সুযোগ রয়েছে আরও এক বছর বাড়ানোর।
২০২৩ সালের জুলাইয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের সফলতম ক্লাব ইউনাইটেডের সঙ্গে চুক্তি শেষ হয় দে হেয়ার। ক্লাবটিতে ১২ মৌসুমে হয়ে লিগ শিরোপা, এফএ কাপ, লিগ ও ইউরোপা লিগ জেতেন তিনি।
এবার সেরি আয় নতুন চ্যালেঞ্জের সামনে দে হেয়া। গত মৌসুমে তার ক্লাব ফিওরেন্তিনা অষ্টম হয়। সবশেষ দুটি কনফারেন্স লিগের ফাইনালে তারা।