স্প্যানিশ ফুটবল
চ্যাম্পিয়ন্স লিগ থেকে নাটকীয়ভাবে বিদায়ের হতাশা ভুলে বার্সেলোনাকে হারানোয় মনোযোগ দেওয়ার কথা বলেছেন আতলেতিকো মাদ্রিদের মিডফিল্ডার কনর গ্যালাঘার।
Published : 15 Mar 2025, 07:21 PM
চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়ের হতাশা থেকে বের হওয়া সহজ নয়। তবে সামনের পথচলার দিকে তাকিয়ে সেই ধাক্কা কাটিয়ে উঠছে আতলেতিকো মাদ্রিদ। দলটির মিডফিল্ডার কনর গ্যালাঘার বলছেন, রেয়াল মাদ্রিদের বিপক্ষে নাটকীয় হারকে বার্সেলোনা ম্যাচে অনুপ্রেরণা হিসেবে কাজে লাগাতে চান তারা।
রেয়ালের বিপক্ষে ইউরোপ সেরার প্রতিযোগিতায় শেষ ষোলোর প্রথম লেগে ১-০ গোলে হারা আতলেতিকো গত বুধবার ঘরের মাঠে ফিরতি লেগে জেতে একই ব্যবধানে। দলকে স্বস্তির গোলটি এনে দেন গ্যালাগার।
পরে কোয়ার্টার-ফাইনালে ওঠার ভাগ্য নির্ধারিত হয় টাইব্রেকারে। যেখানে ৪-২ ব্যবধানে হেরে স্বপ্ন ভাঙে স্বাগতিকদের।
পেনাল্টি শুটআউটে বলে ‘দুইবার স্পর্শ করায়’ আতলেতিকোর হুলিয়ান আলভারেসের গোল বাতিল করা হলে ছড়ায় বিতর্ক। তা নিয়ে কথা বাড়াতে চাননি গ্যালাঘার। তার মতে, যা হওয়ার হয়ে গেছে।
চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে গেলেও লা লিগার শিরোপা লড়াইয়ে ভালোভাবেই আছে আতলেতিকো। সেখানে রোববার শীর্ষে থাকা বার্সেলোনার মুখোমুখি হবে দিয়েগো সিমেওনের দল।
ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ইএসপিএনকে গ্যালাঘার বললেন, অতীত ভুলে সামনের গুরুত্বপূর্ণ ম্যাচের দিকেই পূর্ণ মনোযোগী তারা।
“এটা (চ্যাম্পিয়ন্স লিগে) গর্ব করার মতো পারফরম্যান্স এবং হারের পর যে অনুভূতি ছিল সেটাকে পরের ম্যাচে আমরা অনুপ্রেরণা হিসেবে কাজে লাগাব। ওই ম্যাচে হয়তো ভাগ্য আমাদের সহায় ছিল না, যা দুর্ভাগ্যজনক, কিন্তু এই মৌসুমে অনেকবারই আমরা এমনটা (ঘুরে দাঁড়ানো) করেছি।”
লিগ টেবিলে বার্সেলোনার সঙ্গে আতলেতিকোর পয়েন্টের পার্থক্য কেবল ১। সেই ব্যবধান ঘুচিয়ে শীর্ষে ওঠার সুযোগ মাদ্রিদের দলটির সামনে। রেয়াল ম্যাচে অমন হারের পর ঘুরে দাঁড়ানো কঠিন হলেও নিজেদের প্রস্তুতই মনে করছেন গ্যালাঘার।
“এমন হারের ধাক্কা কাটিয়ে ওঠা এবং (সামনের) বড় ম্যাচের জন্য শতভাগ প্রস্তুত থাকা নিশ্চিত করা অবশ্যই মানসিক দিক থেকে কঠিন। তবে বার্সেলোনার বিপক্ষে সেরা পারফরম্যান্সের জন্য এটাকে আমরা অনুপ্রেরণা ও ভালো করার জ্বালানি হিসেবে ব্যবহার করতে পারি, কারণ তাদেরকে হারাতে হবে।”
২৬ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে সবার ওপরে বার্সেলোনা। ২৭ ম্যাচে সমান পয়েন্ট নিয়ে দুইয়ে রেয়াল। শিরোপাধারীদের সমান ম্যাচে ৫৬ পয়েন্ট তিনে আছে আতলেতিকো।