চ্যাম্পিয়ন্স লিগ
প্রতিপক্ষ খেলোয়াড়ের কিক লেগে কেটে গেছে বার্সেলোনার এই তরুণ ডিফেন্ডারের মুখ।
Published : 07 Nov 2024, 06:04 PM
রক্তাক্ত মুখ নিয়ে যখন মাঠ ছাড়লেন পাউ কুবার্সি, তখনই বোঝা যাচ্ছিল গুরুতর কিছু। এবার জানা গেল, মুখে ১০ সেলাই লেগেছে বার্সেলোনা ডিফেন্ডারের। কোচ হান্সি ফ্লিক অবশ্য জানালেন, এখন ভালো আছেন এই স্প্যানিয়ার্ড।
চ্যাম্পিয়ন্স লিগে রেড স্টার বেলগ্রেডের বিপক্ষে ৫-২ গোলে জয়ের ম্যাচে দুর্ঘটনার শিকার হন ১৭ বছর বয়সী কুবার্সি। নিজেদের ডি-বক্সে বল ক্লিয়ার করার জন্য অনেকটা নিচু হয়ে হেড করেন তিনি। একই সময়ে কিক করেন প্রতিপক্ষের উরোস স্পাইচ।
তাতেই ঘটে বিপত্তি। স্পাইচের পা লাগে কুবার্সির মুখে। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। মাঠে চলে তার প্রাথমিক চিকিৎসা। পরে রক্তাক্ত মুখে রুমাল চেপে ধরে ৬৭তম মিনিটে বাধ্য হয়ে মাঠ ছাড়তে হয় তরুণ এই ডিফেন্ডারকে।
ম্যাচের পর ফ্লিক তুলে ধরেন কুবার্সির চোটের অবস্থা, “তার সেলাই লেগেছে, তবে এখন সে ভালো আছে।”
কুবার্সির হাসি মুখের একটি ছবি নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে বার্সেলোনা। সেখানে ক্যাপশন দেওয়া, ‘আমি ঠিক আছি।’
১৬ বছর বয়সে বার্সেলোনার মূল দলে অভিষেক কুবার্সির। এরই মধ্যে ক্লাবটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪০ ম্যাচ খেলে ফেলেছেন তিনি।