চ্যাম্পিয়ন্স লিগ
২০১৬ সালে সের্হিও রামোসের পর প্রথম ডিফেন্ডার হিসেবে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে গোল করার কীর্তি গড়লেন তিনি।
Published : 02 Jun 2024, 04:17 AM
চ্যাম্পিয়ন্স লিগে দীর্ঘ গোল খরা কাটাতে এর চেয়ে ভালো উপলক্ষ আর পেতেন না দানি কারভাহাল। শিরোপা লড়াইয়ের মঞ্চে প্রথমার্ধে ভুগছিল রেয়াল মাদ্রিদ। বিরতির পর তার চমৎকার গোলই পথ দেখাল দলকে। বরুশিয়া ডর্টমুন্ডের স্বপ্ন ভেঙে আরেকবার ট্রফি জিতে নিল ইউরোপের সফলতম দলটি। ফাইনালের সেরা হয়ে গেলেন কারভাহাল।
লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে শনিবারের ফাইনালে আসরের বিস্ময় ডর্টমুন্ডকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে ১৫তম শিরোপা জিতে নিজেদের রেকর্ড আরও সমৃদ্ধ করে রেয়াল।
প্রথমার্ধে ডর্টমুন্ডের একের পর এক আক্রমণে কোণঠাসা হয়ে ছিল লা লিগা চ্যাম্পিয়নরা। এই সময়ে গোলের জন্য মাত্র দুটি শট নিয়ে একটিও লক্ষ্যে রাখতে পারেনি তারা। ডর্টমুন্ড ভালো কিছু সুযোগ না হারালে বা থিবো কোর্তোয়া দারুণ কয়েকটি সেভ না করলে প্রথমার্ধে অন্তত দুই-তিন গোল পেতে পারত জার্মান দলটি।
বিরতির পর ঘুরে দাঁড়ায় রেয়াল। ৭৪তম মিনিটে রেয়ালের হয়ে বিদায়ী ম্যাচ খেলতে নামা টনি ক্রুসের কর্নারে হেডে দলকে এগিয়ে নেন ডিফেন্ডার কারভাহাল।
চ্যাম্পিয়ন্স লিগে ৮৯ ম্যাচে এই স্প্যানিশ রাইট-ব্যাকের স্রেফ দ্বিতীয় গোল এটি। প্রথমটি করেছিলেন সেই ২০১৫ সালের নভেম্বরে, রেয়ালের হয়েই গ্রুপ পর্বে শাখতার দোনেৎস্কের বিপক্ষে।
গোটা মৌসুমই এবার দারুণ কেটেছে কারভাহালের। দলের লা লিগা শিরোপা জয়ের পথে রক্ষণের দায়িত্ব সামলানোর পাশাপাশি তিনি গোল করেন চারটি। রেয়ালের হয়ে স্পেনের শীর্ষ লিগে ১১ মৌসুম কাটিয়ে এক আসরে দুটির বেশির গোল করতে পারেন তিনিই এবারই প্রথম।
সব প্রতিযোগিতা মিলিয়ে এই মৌসুমে তার গোল ৬টি। পেশাদার ক্লাব ক্যারিয়ারে এক মৌসুমে দুটির বেশি গোলও তার এবারই প্রথম।
২০১৬ সালে সের্হিও রামোসের পর প্রথম ডিফেন্ডার হিসেবে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে গোল করার কীর্তিও গড়লেন তিনি।
প্রতিপক্ষের ভুলের সুযোগ কাজে লাগিয়ে ৮৩তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ভিনিসিউস জুনিয়র। মৌসুমজুড়ে দারুণ পারফরম্যান্স উপহার দেওয়া ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের এবারের চ্যাম্পিয়ন্স লিগে ষষ্ঠ গোল এটি।
চোটে মৌসুমের বেশিরভাগ সময় বাইরে কাটিয়ে, এবারের চ্যাম্পিয়ন্স লিগে প্রথমবার খেলতে নেমে ম্যাচে তিনটি দারুণ সেভ করে দলের জয়ে বড় অবদান রাখেন কোর্তোয়াও। ২০২২ সালের ফাইনালে লিভারপুলের বিপক্ষে ৯টি সেভ করে তিনি হয়েছিলেন ম্যাচের সেরা। তবে এবার সবাইকে ছাপিয়ে ম্যাচ সেরার পুরস্কার ওঠে কারভাহালের হাতে।
চ্যাম্পিয়ন্স লিগে ষষ্ঠ শিরোপার স্বাদ পেলেন কারভাহাল, সবগুলোই রেয়ালের হয়ে। ফুটবল ইতিহাসে ছয়টি চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি জয়ী চার ফুটবলারের একজন তিনি। বাকি তিন জনও রেয়ালের- ক্রুস, নাচো ফের্নান্দেস ও লুকা মদ্রিচ। ক্রুসের ছয় ট্রফির একটি অবশ্য বায়ার্নের জার্সিতে। তবে বাকি দুজনের সবগুলোই রেয়ালের হয়ে।
ইউরোপিয়ান কাপ হিসেবে নিলে এর ছয়টি ট্রফি জয়ী আছেন আরেকজন, রেয়ালের ইতিহাসের সেরা খেলোয়াড়দের একজন পাকো গেন্তো। ২০২২ সালে ৮৮ বছর বয়সে মারা যান সাবেক এই স্প্যানিশ উইঙ্গার।
আরও পড়ুন
ডর্টমুন্ডের স্বপ্ন ভেঙে ফের ইউরোপের রাজত্ব পুনরুদ্ধার রেয়ালের