সমর্থকদের মাঠে ঢুকে পড়ার ঘটনায় এভারটনের শাস্তি

প্রিমিয়ার লিগের দলটিকে ৩ লাখ পাউন্ড জরিমানা করা হয়েছে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Sept 2022, 02:35 PM
Updated : 30 Sept 2022, 02:35 PM

ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে প্রিমিয়ার লিগের ম্যাচে এভারটনের সমর্থকদের দুইবার মাঠে ঢুকে পড়ার ঘটনায় ক্লাবটিকে শাস্তি পেতে হয়েছে। তাদের তিন লাখ পাউন্ড জরিমানা করেছে ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)।

ঘটনাটা গত মৌসুমের। নিজেদের মাঠ গুডিসন পার্কে প্রথমার্ধে ২-০ গোলে পিছিয়ে থাকা এভারটন বিরতির পর তিন গোল করে প্রিমিয়ার লিগে টিকে থাকা নিশ্চিত করে। 

ম্যাচের ৮৫তম মিনিটে ডমিনিক ক্যালভার্ট-লুইনের জয়সূচক গোলের পর মাঠে ঢুকে পড়েন এভারটনের সমর্থকরা। শেষ বাঁশি বাজার পর আরও একবার ঘটে এই কাণ্ড। 

ওই ঘটনায় এভারটনকে জরিমানা করার কথা শুক্রবার জানায় এফএ। দর্শকদের নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হওয়ার কথা স্বীকার করে নেয় এভারটন।