ইংলিশ ফুটবল
অভিযোগের জবাব দেওয়ার জন্য আগামী বুধবার পর্যন্ত সময় দেওয়া হয়েছে।
Published : 15 Feb 2025, 02:58 PM
প্রিমিয়ার লিগে লিভারপুল ও এভারটন ম্যাচ শেষে ঘটা অপ্রীতিকর ঘটনায় দায় দুই দলকেই দিয়েছে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)। সঙ্গে লিভারপুল কোচ আর্না স্লট ও তার সহকারী সিপকে হুলশফকেও অভিযুক্ত করেছে তারা।
ক্লাব ও কোচদের বিরুদ্ধে অভিযোগ আনার কথা শুক্রবার জানিয়েছে এফএ। অভিযোগের জবাব দেওয়ার জন্য আগামী বুধবার পর্যন্ত সময় দেওয়া হয়েছে।
মার্সিসাইড ডার্বিতে গত বুধবার যোগ করা সময়ের অষ্টম মিনিটে জেমস তার্কোভস্কির সমতাসূচক গোলের পর লিভারপুলের দর্শকসারির সামনে গিয়ে উদযাপন করেন এভারটনের দুকুরে। যা তাতিয়ে দেয় লিভারপুলের কার্টিস জোন্সকে, রেগে গিয়ে প্রতিবাদ জানান তিনি। ম্যাচ শেষ হতেই শুরু হয় হাতাহাতি, তাতে যোগ দেন দুই দলের বেঞ্চের খেলোয়াড়রা।
ওই ঘটনায় দুকরে ও জোন্সকেও লাল কার্ড দেখান রেফারি। স্লটকেও দেখানো হয় লাল কার্ড।
পরদিন লাল কার্ডের ঘটনায় স্লটকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করে লিগ কর্তৃপক্ষ। যদিও কোচদের লাল কার্ডের জন্য সাধারণত এক ম্যাচের নিষেধাজ্ঞা থাকে। কিন্তু এক ঘণ্টা পরই সেই বিবৃতি মুছে ফেলা হয়।
ওই ঘটনার তদন্ত করে এবার অভিযুক্তদের নাম জানিয়েছে এফএ। স্লটসহ উভয় ক্লাবকে পেতে হতে পারে শাস্তি।