ফিফা ক্লাব বিশ্বকাপ
ফিফা ক্লাব বিশ্বকাপে ইন্টার মায়ামিকে হারাতে চান পোর্তোর আর্জেন্টাইন মিডফিল্ডার।
Published : 11 Feb 2025, 06:35 PM
প্রতিপক্ষ হিসেবে লিওনেল মেসির সামনে পড়তে চায় না অনেকেই। তবে আলান ভারেলার ভাবনা কিছুটা ব্যতিক্রম। ফুটবল বিশ্বের মহাতারকার মুখোমুখি হতে পারাকে বিশেষ পাওয়া হিসেবে দেখছেন তিনি। মেসির বিপক্ষে খেলতে মুখিয়ে আছেন আর্জেন্টাইন মিডফিল্ডার।
স্বদেশী মেসিকে প্রতিপক্ষ হিসেবে ফিফা ক্লাব বিশ্বকাপে পেতে যাচ্ছেন ভারেলা। আগামী জুনে অনুষ্ঠেয় টুর্নামেন্টের একই গ্রুপে পড়েছে মেসির ক্লাব ইন্টার মায়ামি ও ভারেলার পোর্তো।
৩২ দলের ফিফা ক্লাব বিশ্বকাপে ‘এ’ গ্রুপে পোর্তো ও মায়ামির সঙ্গে আছে ব্রাজিলের পালমেইরাস ও মিশরের আল আহলি। আগামী ১৯ জুন আটলান্টায় যুক্তরাষ্ট্রের ক্লাব মায়ামির মুখোমুখি হবে পর্তুগিজ ক্লাব পোর্তো।
জাতীয় দলে এখনও অভিষেক হয়নি ২৩ বছর বয়সী ভারেলার। মেসির সঙ্গে মাঠে নামার তাই সুযোগ হয়নি তার। একই দলে না হলেও, প্রতিপক্ষ হিসেবে মেসির সঙ্গে মাঠে থাকতে পারবেন, এতেই খুশি আর্জেন্টাইন তরুণ।
মায়ামির বিপক্ষে ম্যাচ নিয়ে ফিফার ওয়েবসাইটে কথা বলেন ভারেলা। সেখানেই ম্যাচটি ঘিরে বাড়তি রোমাঞ্চের কথা বলেন তিনি। সঙ্গে মেসির দলকে হারিয়ে টুর্নামেন্টে সামনে এগিয়ে যেতে চান এই ফুটবলার।
“অবশ্যই, তার (মেসি) মুখোমুখি হওয়াটা বিশেষ কিছু। সত্যি কথা হলো, মেসি বিশ্বের সেরা খেলোয়াড়। আশা করি, ওই ম্যাচে সে জ্বলে উঠবে না। আমরা নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করব যাতে পোর্তো ওই ম্যাচ জিততে পারে এবং যতগুলো ম্যাচ খেলতে হবে সবগুলো জিততে পারে।”
পোর্তোর নিয়মিত ফুটবলারদের একজন ভারেলা চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত ৩০ ম্যাচ খেলেছেন। কোনো গোল করতে পারেননি এই ডিফেন্সিভ মিডফিল্ডার, তবে অ্যাসিস্ট করেছেন তিনটিতে।