সরে দাঁড়ানোর এটাই সঠিক সময় বলে মনে করছেন সাবেক ইংলিশ ফরোয়ার্ড।
Published : 08 Oct 2023, 07:11 PM
ডিসি ইউনাইটেডের কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন ওয়েইন রুনি। মেজর লিগ সকারে (এমএলএস) তার দলের প্লে-অফের আশা শেষ হয়ে যাওয়ার পরপরই এই সিদ্ধান্ত নিয়েছেন সাবেক ইংলিশ ফরোয়ার্ড।
ডিসি ইউনাইটেড এক বিবৃতিতে জানিয়েছে, পারস্পরিক সম্মতিতে আলাদা হয়েছে দুই পক্ষ।
এমএলএসে মৌসুমে নিজেদের শেষ ম্যাচে শনিবার রাতে নিউ ইয়র্ক সিটিকে ২-০ গোলে হারায় ইউনাইটেড। ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট টেবিলে তারা আছে নবম স্থানে। তবে আরেক ম্যাচে পোর্টল্যান্ডের বিপক্ষে মন্ট্রিলের জয়ের ফলে একটি ব্যাপার নিশ্চিত হয়ে গেছে যে, আরও অন্তত একটি দল তালিকায় ইউনাইটেডের ওপরে উঠে যাবে।
কোচের দায়িত্ব ছাড়ার পর রুনি বলেছেন, “(সরে যাওয়ার) এটাই সঠিক সময়। এই ক্লাবকে প্লে-অফে তোলার জন্য আমি যা যা করতে পারি, তার সবই করেছি।”
ম্যানচেস্টার ইউনাইটেডের রেকর্ড গোলস্কোরার রুনি গত বছরের জুলাইয়ে ডিসি ইউনাইটেডের দায়িত্ব নিয়েছিলেন। এর আগে দলটির খেলোয়াড় হিসেবে দেড় বছরে ৪৮ ম্যাচ খেলে ২৩ গোল ও ১৫টি অ্যাসিস্ট করেন তিনি।