মোহামেডানের হয়ে জোড়া গোল করেন মালয়েশিয়ার খেলোয়াড় ফায়জাল বিন সারি।
Published : 24 Mar 2024, 04:27 PM
গোলমুখে আলো ছড়ালেন ফায়জাল বিন সারি ও রাসেল মাহমুদ জিমি। ছড়ি ঘোরালো মোহামেডান। অ্যাজাক্স অবশ্য সহজে হাল ছাড়েনি। তবে শেষ পর্যন্ত তারা সাদাকালো জার্সিদের আটকাতে পারেনি।
প্রিমিয়ার ডিভিশন হকি লিগে রোববার মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে ৫-৩ গোলে জিতেছে মোহামেডান। জোড়া গোল করেন সারি। আমিরুল ইসলাম, জিমি ও মনোজ বাবু জালের দেখা পান একবার করে। অ্যাজাক্সের তানজিম আহমেদ ২টি ও মিদুল করেন ১টি গোল।
একাদশ মিনিটে আমিরুলের হিটে এগিয়ে যায় মোহামেডান। দ্বিতীয় কোয়ার্টারের শুরুতেই পেনাল্টি কর্নার থেকে অ্যাজাক্সকে সমতায় ফেরান তানজিম। এই ধাপের শেষ দিকে সারির ফিল্ড গোলে ফের এগিয়ে যায় মোহামেডান।
তৃতীয় কোয়ার্টারের মাঝামাঝি অধিনায়ক জিমির ফিল্ড গোলে ব্যবধান বাড়িয়ে নেয় মোহামেডান। তবে অ্যাজাক্সও লড়াই জমিয়ে রাখে ৪৪তম মিনিটে তানজিমের ব্যক্তিগত দ্বিতীয় গোলে।
এরপর ৪৭ ও ৫২তম মিনিটে যথাক্রমে সারি ও মনোজের লক্ষ্যভেদে জয়ের পথে এগিয়ে যায় মোহামেডান। অন্তিম সময়ে মিদুলের গোলে অ্যাজাক্স নাটকীয়তার ইঙ্গিত দিলেও শেষ পর্যন্ত আর পারেনি তারা।
মোহামেডানের এটি পঞ্চম জয়। ছয় ম্যাচে ১৬ পয়েন্ট তাদের।