‘অবৈধভাবে টানা’ বিদ্যুতের তারে জড়িয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

পুলিশ জানায়, মাদারীপুর সদর উপজেলায় ইকোপার্কের পুকুর সংস্কারের সময়ে ‘অবৈধভাবে’ টানা বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন মুজাহিদ।

মাদারীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 May 2023, 12:18 PM
Updated : 13 May 2023, 12:18 PM

মাদারীপুর সদরে ‘অবৈধভাবে’ টানা বিদ্যুতের তারে জড়িয়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

শনিবার দুপুরে সদর উপজেলার চরমুগরিয়া ইকোপার্কে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন মাদারীপুর সদর থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী।

নিহত ১৯ বছর বয়সি মুজাহিদ চাপরাশি ঝাউদি ইউনিয়নের তালতলা গ্রামের শাহজালাল চাপরাশির ছেলে।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, নির্মাণাধীন ইকোপার্কের পুকুর সংস্কার ও বাঁধাইয়ের কাজের জন্য পার্কের পাশের মোহাম্মদ জামির বেপারীর বাড়ি থেকে ‘অবৈধভাবে’ বিদ্যুৎ সংযোগ নিয়ে প্রকল্পের কাজ করছিলেন ঠিকাদারী প্রতিষ্ঠান ‘সার্বিক ইন্টারন্যাশনাল

“পুকুর সংস্কারের সময়ে বিদ্যুতিক তারে জড়িয়ে পড়েন মুজাহিদ। তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

মুজাহিদের বাবা বলেন, “আমরা বাবা-ছেলে পার্কে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করছিলাম। শুনেছি, ওই বিদ্যুতের সংযোগ অবৈধভাবে নেওয়া হয়েছে। আমার ছেলে মৃত্যুর ঘটনাটি তদন্ত করে ন্যায়বিচার চাই।”

অবৈধ বিদ্যুৎ সংযোগের বিষয়ে মাদারীপুর বনবিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন বলেন, “ইকোপার্কে নির্মাণ কাজের জন্য বৈধভাবে মিটার স্থাপন করে ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজ করার কথা।

“কিন্তু তারা যদি সেটা না করে থাকেন, তাহলে এটি এক ধরনের অপরাধ। এ বিষয়ে খোঁজ-খবর নিচ্ছি।”

ঘটনাস্থলে পুলিশ পাঠানোর কথা জানিয়ে ওসি মনোয়ার হোসেন বলেন, তদন্ত শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের বক্তব্য জানতে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তাদের কোনো সাড়া পাওয়া যায়নি।