গড়াকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়টি একটি ভোটকেন্দ্র।
Published : 06 Jan 2024, 10:56 AM
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার একটি ভোটকেন্দ্রে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
মধ্যনগর থানার এসআই কামাল হোসেন জানান, উপজেলার বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়নের গড়াকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে শুক্রবার গভীর রাতে এ ঘটনা ঘটে।
এর আগে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত রাজশাহী ও ফেনীর পাঁচটি ভোট কেন্দ্রে আগুন দেওয়া হয়।
এলাকাবাসীর বরাতে এসআই কামাল বলেন, “গড়কাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়টি একটি ভোটকেন্দ্র। স্কুলটি শুক্রবার রাতে তালাবদ্ধ ছিল। দুজন গ্রাম পুলিশ সেখানে একটি কক্ষে অবস্থান করছিলেন। হঠাৎ আগুন দেখে তারা চিৎকার শুরু করলে স্থানীয়রা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।"
খবর পেয়ে পুলিশ ও উপজেলা প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করে জানান তিনি।
মধ্যগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা অতীশ চাকমা বলেন, “খবর পেয়েই পুলিশ নিয়ে আমরা ঘটনাস্থলে যাই। ঘটনাটি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। কারা আগুন দিয়েছে, তা অনুসন্ধান করা হচ্ছে।”