র্যাব জানায়, মাদক মামলায় তিনমাস কারাভোগের পর জামিন পেয়ে আত্মগোপনে ছিলেন ওই আসামি।
Published : 05 Feb 2024, 11:26 AM
মানিকগঞ্জে মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত মাদক কারবারি হেদায়তুর রহমান সনিকে গ্রেপ্তার করেছে র্যাব।
রোববার সন্ধ্যায় সদর উপজেলার পশ্চিম সেওতা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান, র্যাব ৪ মানিকগঞ্জের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আরিফ হোসেন।
গ্রেপ্তার মো. হেদায়তুর রহমান সনি (৪২) ওই এলাকার বাসিন্দা। ২০২২ সালে গোয়েন্দা পুলিশের করা এক মাদক মামলার পলাতক আসামি তিনি।
র্যাব কর্মকর্তা আরিফ হোসেন বলেন, মাদক মামলায় যাবজ্জীবনপ্রাপ্ত আসামি সনি আড়ালে থেকে মাদকের কারবার চালাচ্ছিলেন। তথ্য প্রযুক্তির সহায়তায় র্যাব তাকে গ্রেপ্তারের পর মানিকগঞ্জ সদর থানায় হস্তান্তর করে।
তিনি আরও জানান, ২০২২ সালে হেরোইনসহ গোয়েন্দা পুলিশের হাতে গ্রেপ্তার হন সনি। এ ঘটনায় করা মামলায় তিনমাস কারাভোগের পর জামিন পেয়ে আত্মগোপনে চলে যান। ওই মামলায় সনিকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত।