সৌদিতে দুর্ঘটনায় নিহত দুজনের বাড়ি নোয়াখালী

নিহতরা জেলার চাটখিল সেনবাগ উপজেলার বাসিন্দা।

নোয়াখালী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 March 2023, 02:03 PM
Updated : 29 March 2023, 02:03 PM

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ১৮ বাংলাদেশির মধ্যে দুজনের বাড়ি নোয়াখালী জেলায়।

গত সোমবার সন্ধ্যায় সৌদি আরবের সীমান্তবর্তী আসির প্রদেশে ওমরাহ যাত্রী বহনকারী একটি বাস উল্টে আগুন ধরে গেলে দুর্ঘটনাটি ঘটে। এতে ২৪ জন নিহত হন।

এর মধ্যে ১৮ বাংলাদেশির দুজন নোয়াখালীর। এ ঘটনায় আরও ২৯ জন আহত হন।

নিহত দুজন হলেন: জেলার চাটখিল উপজেলার রামনারায়ণপুর ইউনিয়নের মিয়াজি বাড়ির প্রয়াত হুমায়ুন কবিরের ছেলে মো. হেলাল উদ্দিন (৩৪) ও সেনবাগ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের দক্ষিণ মোহাম্মদপুর গ্রামের শরিয়ত উল্লাহর ছেলে মো. সাহেদুল ইসলাম (২৬)। 

হেলাল উদ্দিনের ছোট ভাই মো. রিপন হোসেন জানান, ১ বছর ১ মাস সৌদি আরবে যান তার ভাই। সেখানে তিনি একটি প্রাইভেট কোম্পানিতে কর্মরত ছিলেন।

রিপন আরও জানান, ওইদিন ফোনে কর্মরত কোম্পানি থেকে চারজন একসঙ্গে ওমরাহ করতে যাচ্ছেন বলে জানান হেলাল।

পথে বাস দুর্ঘটনায় হেলালসহ তিনজন মারা যান। মৃত্যুর খবরটি ফোনে একই কোম্পানির অপর এক সহকর্মী হেলালের বাড়িতে জানান।

দুই ভাই, দুই বোনের মধ্যে সবার বড় হেলালের স্ত্রী ও তিন বছর বয়সী একটি কন্যা সন্তান আছে বলে জানান ছোট ভাই রিপন। 

এদিকে, সাহেদুলের বাবা শরিয়ত উল্লাহ জানান, দুই ছেলে, এক মেয়ের মধ্যে সবার বড় ছিলেন সাহেদুল। গত বছরের এপ্রিলে জীবিকার তাগিদে সৌদি আরব যান তার ছেলে। সেখানে একটি দোকানে কাজ করতেন সাহেদ। গত সোমবার ওমরাহ পালনের জন্য কর্মস্থল থেকে মক্কা নগরীতে রওনা হলে আসির প্রদেশের আকাবা শার সড়কে তাদের বহনকারী বাসটি দুর্ঘটনায় পড়ে।

শরিয়ত উল্লাহ জানান, সাহেদুলের নিহত হওয়ার খবর তার সহকর্মীরা স্বজনদের জানিয়েছেন।