ট্রাকের ধাক্কায় স্ত্রী নিহত, ভ্যানচালক ও সন্তান আহত

স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, স্বামী ভ্যান চালাচ্ছিলেন, স্ত্রী-সন্তান তার ভ্যানে ছিলেন।

চুয়াডাঙ্গা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Feb 2024, 11:08 AM
Updated : 19 Feb 2024, 11:08 AM

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বালুবাহী ট্রাকের ধাক্কায় স্বামীর ভ্যানে থাকা এক নারী নিহত হয়েছেন; আহত হয়েছেন ভ্যানচালক ও তাদের শিশু সন্তান।

সোমবার সকালের দিকে উপজেলার কালিদাসপুরে এ ঘটনা ঘটে বলে আলমডাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) একরামুল হোসাইন জানান।

নিহত আনজিরা খাতুন (৪০) পাশের জেলা কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমবাড়িয়া গ্রামের হামিদুল ইসলামের স্ত্রী।

হামিদুল ভ্যান চালাতেন আর স্ত্রী আনজিরা আলমডাঙ্গা পৌর এলাকায় বাসা-বাড়িতে কাজ করতেন।

এ ঘটনায় আহত হামিদুল ও তাদের ১০ বছর বয়সি শিশুসন্তান আশরাফুলকে স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে আলমডাঙ্গা থানার পরিদর্শক একরামুল আরও জানান, সকালে হামিদুল গ্রামের বাড়ি থেকে স্ত্রী-সন্তানকে নিজের ভ্যানে তুলে আলমডাঙ্গার দিকে আসছিলেন।

তারা কালিদাসপুরে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা বালুবাহী একটি ট্রাক সামনে থেকে ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মারা যান আনজিরা।

পরিদর্শক (তদন্ত) একরামুল আরো জানান, আইনগত প্রক্রিয়া মেনে মরদেহ হস্তান্তর করা হবে।