রোববার ভোর সাড়ে ৬টার দিকে র্যাব-৯ এর একটি দল পটুয়াখালী সদর উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করে।
Published : 11 Jun 2023, 05:47 PM
সিলেটে মালবাহী ট্রাকের সঙ্গে নির্মাণ-শ্রমিকদের বহনকারী পিকআপের সংঘর্ষে ১৫ জন নিহতের ঘটনায় এক চালককে গ্রেপ্তার করেছে র্যাব।
রোববার ভোর সাড়ে ৬টার দিকে র্যাব-৯ এর একটি দল পটুয়াখালী সদর উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
গ্রেপ্তার ট্রাক চালকের নাম মো. শফিকুল ইসলাম (২৭)। তিনি শেরপুর সদর থানার নয়াপাড়া মোকসেদপুর এলাকার বাসিন্দা।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার আফসান আল আলম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বুধবার ভোরে ৩০ জন নির্মাণ শ্রমিক প্রতিদিনের মতো কাজের উদ্দেশে একটি ডিআই পিকআপে করে সিলেট থেকে তাজপুরের দিকে রওনা হয়।
“ভোর সাড়ে ৫টার দিকে দক্ষিণ সুরমা থানার নাজিরবাজারের কাছে কুতুবপুরে পৌঁছলে ঢাকা-সিলেট মহাসড়কে বিপরীত দিক থেকে দ্রুত গতিতে আসা সিলেটগামী একটি আলুভর্তি ট্রাকের সঙ্গে পিকআপটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ১১ জন নিহত হন। আর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও চারজনের মৃত্যু হয়। ট্রাকটি চালাচ্ছিলেন মো. শফিকুল ইসলাম।
এ দুর্ঘটনায় নিহত মো. সায়েদ নুরের ছেলে ইজাজুল ঘটনার দিনই মোটরযান আইনে একটি মামলা করেন। দক্ষিণ সুরমা থানায় দায়ের করা ওই মামলায় ট্রাক ও পিকআপের চালককে আসামি করা হয়েছে। তবে ঘটনার পর থেকে এরা দুজনই পলাতক ছিলেন। মামলার পর তাদের ধরতে অভিযান শুরু করে পুলিশ।
পরে ভোরে অভিযান চালিয়ে পটুয়াখালী থেকে ট্রাকচালক শফিকুলকে গ্রেপ্তার করে র্যাব।
আফসান আল আলম জানিয়েছেন, পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার শরিফুলকে দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করবে র্যাব।