খাটের নিচে মিলল ২৪ কেজি গাঁজা, গ্রেপ্তার ‘মাদক কারবারি’

গ্রেপ্তার যুবক দেশের বিভিন্ন জেলা থেকে মাদক এনে নড়াইল, খুলনা ও বাগেরহাট এলাকায় বিক্রি করতেন।

নড়াইল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Feb 2024, 09:17 AM
Updated : 26 Feb 2024, 09:17 AM

নড়াইলের কালিয়া উপজেলায় অভিযান চালিয়ে ২৪ কেজি গাঁজা উদ্ধার এবং এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল।

সোমবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার পাখিমারা পশ্চিমপাড়া এলাকা থেকে মাদকগুলো জব্দ করা হয় বলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর খুলনা বিভাগীয় গোয়েন্দা শাখার সহকারী পরিচালক মোহাম্মদ নবী নেওয়াজ জানান।

গ্রেপ্তার ২৪ বছর বয়সী লেকবার সরদার ওই এলাকার লুৎফর রহমান সরদারের ছেলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নবী নেওয়াজ বলেন, “লেকবার দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জেলা থেকে মাদক এনে নড়াইল, খুলনা ও বাগেরহাট এলাকায় বিক্রি করছেন।

“গোপন খবরে তার বাড়িতে অভিযান চালিয়ে খাটের নিচে বস্তায় বাঁধা অবস্থায় ২৪ কেজি গাঁজা উদ্ধার এবং লেকবারকে গ্রেপ্তার করা হয়।”

লেকবারের বিরুদ্ধে নড়াগাতী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। দুপুরে তাকে নড়াইল আদালতে তোলা হয় বলে জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এ কর্মকর্তা।