কাশিমপুর কারাগারে হাজতির মৃত্যু

বুকে ব্যাথা অনুভব করায় তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Jan 2023, 07:23 AM
Updated : 2 Jan 2023, 07:23 AM

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার ১ এ নারী ও শিশু নির্যাতন আইনের মামলার এক হাজতির মৃত্যু হয়েছে।

রোববার রাত আড়াইটার দিকে কারা হাসপাতলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে কারাগারটির সিনিয়র জেল সুপার (অতিরিক্ত দায়িত্ব) আমিরুল ইসলাম জানান।

মৃত ৬৫ বছর বয়সী নেহাল উদ্দিন গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাগচাপাইর এলাকার কানু মিয়ার ছেলে।

কারা কর্মকর্তা আমিরুল বলেন, রোববার রাত সাড়ে ১১টার দিকে কারাগারের ভেতর বুকে অনুভব করেন নেহাল। পরে তাকে কারা হাসপাতলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

কিন্তু তার শারীরিক অবস্থার উন্নত না হলে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার দিবাগত রাত আড়াইটার দিকে নেহাল মারা যান।

কালিয়াকৈর থানায় নারী ও শিশু নির্যাতন আইনের দায়ের হওয়া একটি মামলায় গ্রেপ্তারের পর ২০২২ সালের ১১ নভেম্বর থেকে নেহাল এই কারাগারে বন্দি ছিলেন বলে জানান আমিরুল।