নেত্রকোণায় বরযাত্রীর মাইক্রোবাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ, আহত ৫

এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান, বারহাট্টা থানার ওসি।

নেত্রকোণা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Feb 2024, 02:16 PM
Updated : 23 Feb 2024, 02:16 PM

নেত্রকোণার বারহাট্টায় বরযাত্রীবাহী মাইক্রোবাসের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন। 

শুক্রবার দুপুর সোয়া ২টার দিকে মোহনগঞ্জ-নেত্রকোণা সড়কে উপজেলার পাটলী এলাকায় এ ঘটনা ঘটে বলে বারহাট্টা থানা ওসি মো. রফিকুল ইসলাম জানান। 

আহতদের নাম-পরিচয় জানা না গেলেও তাদের দুজন বরযাত্রী এবং তিনজন অটোরিকশা যাত্রী। 

স্থানীয়রা তাদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।  

পুলিশ ও স্থানীয়রা জানান, ঠাকুরাকোণা থেকে একটি মাইক্রোবাস বরযাত্রী নিয়ে মোহনগঞ্জের উদ্দেশে যাচ্ছিল। আর সিএনজি চালিত অটোরিকশাটি মোহনগঞ্জ থেকে যাত্রী নিয়ে নেত্রকোণার উদ্দেশে যাচ্ছিল। পথে বারহাট্টা উপজেলার পাটলী এলাকায় যান দুটির মধ্যে  মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই বরযাত্রী ও তিন অটোরিকশা যাত্রী আহত হন।

পুলিশ জানায়, স্থানীয়রা তাদের উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখানে প্রাথমিক চিকিৎসা নিয়ে তারা চলে যান। 

সংঘর্ষে অটোরিকশাটি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে; মাইক্রোবাসটির একপাশ দেবে গেছে জানিয়ে ওসি রফিকুল ইসলাম বলেন, “ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অটোরিকশাটি বেশি ক্ষতিগ্রস্ত হওয়ায় সেখানেই আছে। এ ঘটনায় দুটি যানের পাঁচ যাত্রী সামান্য আহত হন। তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।”