সড়ক দুর্ঘটনায় সিলেট সিটি করপোরেশনের কর্মকর্তার মৃত্যু

পপি রানী সিলেট সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা শাখার কর্মকর্তা ছিলেন।

শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Feb 2024, 02:49 PM
Updated : 29 Feb 2024, 02:49 PM

সিলেট মহানগরীতে রাস্তা পারাপারের সময় মাইক্রোবাসের ধাক্কায় এক নারীর মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার সকাল ৯টার দিকে নগরীর সিলেট-তামাবিল সড়কের খাদিম এলাকায় এ ঘটনা ঘটে বলে শাহপরাণ থানার ওসি মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী জানান।

নিহত পপি রানী তালুকদার (২৯) নেত্রকোণার মোহনগঞ্জ থানার বল্লবপুর গ্রামের পাবেল সরকারের স্ত্রী। তিনি সিলেট সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা শাখার কর্মকর্তা ছিলেন।

ওসি হারুনুর রশিদ বলেন, দুই শিশু সন্তান নিয়ে পপি তার স্বামীর সঙ্গে সিলেট সদর উপজেলা পরিষদের কোয়ার্টারে থাকতেন। সকালে নগর ভবনে যাওয়ার জন্য বাসা থেকে বের হন পপি।

“এ সময় রাস্তা পার হতে গেলে জাফলংগামী একটি মাইক্রোবাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করায়। পরে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মারা যান।”

এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং ওই মাইক্রোবাসটি খোঁজ চলছে বলে জানান তিনি।