চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগ নেতার গাড়িতে বোমা হামলা

এ ঘটনায় তিনজনকে আটক ও ২৬টি হাত বোমা উদ্ধার করেছে পুলিশ।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 March 2024, 11:31 AM
Updated : 25 March 2024, 11:31 AM

চাঁপাইনবাবগঞ্জ সদরে জেলা পরিষদ সদস্য ও আওয়ামী লীগ নেতা আব্দুস সালামের প্রাইভেট কারে বোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এ ঘটনার অভিযান চালিয়ে পুলিশ তিনজনকে আটক ও ২৬টি হাত বোমা (ককটেল) উদ্ধার করেছে। 

রোববার রাত ১০টার দিকে সদর উপজেলার ঘোড়া স্ট্যান্ড এলাকার চৌধুরী মোড়ে এ ঘটানা ঘটে বলে জানান চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি মিন্টু রহমান।

আবদুস সালাম শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক। তবে তদন্তের স্বার্থে আটকদের নাম-পরিচয় জানায়নি পুলিশ।

ওসি মিন্টু রহমান জানান, রোববার রাতে আব্দুস সালামসহ চারজন জেলা শহর থেকে বাড়ি ফেরার পথে তাদের বহনকারী প্রাইভেট কার লক্ষ্য করে বোমা হামলা চালায় দুর্বৃত্তরা।

বোমা বিস্ফোরণে প্রাইভেট কারের সামনের চাকা পাংচার ও গ্লাস ভেঙে যায়। তবে এতে কোনো প্রাণহানি না ঘটলেও জেলা পরিষদের হিসাব রক্ষক মামুনুর রশিদ মামুন সামান্য আঘাত পেয়েছেন।

এ ঘটনায় আব্দুস সালাম সদর থানায় ২২ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত পরিচয় আট থেকে ১০ জনকে আসামি করে মামলা করেছেন বলে জানান ওসি।

সোমবার ভোর পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিনজনকে আটক ও ২৬টি ককটেল উদ্ধার করা হয়েছে বলে জানান ওসি মিন্টু রহমান।