সিরাজগঞ্জে বুদ্ধিপ্রতিবন্ধীকে ধর্ষণের মামলার প্রধান আসামি এক বৃদ্ধাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
Published : 19 Mar 2024, 08:43 PM
সিরাজগঞ্জের এনায়েতপুরে বুদ্ধিপ্রতিবন্ধী এক তরুণীকে ধর্ষণের ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগে আওয়ামী লীগ নেতাসহ নয়জনের নামে মামলা হয়েছে। মামলার প্রধান আসামি এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার ভোরে এনায়েতপুরে ধর্ষণের ঘটনা ঘটে বলে জানান এনায়েতপুর থানার ওসি আব্দুর রাজ্জাক।
গ্রেপ্তার ৬২ বছর বয়সি আয়নাল ব্যাপারী ওই এলাকার বাসিন্দা।
স্থানীয়দের বরাতে ওসি আব্দুর রাজ্জাক বলেন, “ওই তরুণীর বাবা দ্বিতীয় বিয়ে করে অন্যত্র থাকায় তিনি মায়ের সঙ্গে থাকেন। মঙ্গলবার ভোরে ওই তরুণীর মা অন্যের বাড়িতে কাজ করতে গেলে তিনি বাইরে হাঁটাহাঁটি করছিলেন।
“এ সময় আয়নাল তাকে পাশের একটি টিনের ঘেরার ভেতর নিয়ে ধর্ষণ করেন। স্থানীয়রা ঘটনাটি দেখতে পেয়ে আয়নালকে আটক করেন।”
পরে এনায়েতপুর থানা আওয়ামী লীগের সভাপতি আহমেদ মোস্তফা খান বাচ্চু, সানু তালুকদার ও নুরু হাজীসহ কয়েকজন গ্রাম্য শালিসে আয়নালের ৫০ হাজার টাকা জরিমানা করে ঘটনাটি মীমাংসা করে দেন বলে জানান ওসি।
বিষয়টি জানাজানি হলে দুপুরে পুলিশ ভিকটিমকে উদ্ধার এবং আয়নালকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
এ ঘটনায় ভিকটিমের পরিবারের পক্ষ থেকে আয়নাল ব্যাপারী এবং আওয়ামী লীগ নেতা আহমেদ মোস্তফাসহ নয়জনকে আসামি করে মামলা করেছেন বলে জানান ওসি আব্দুর রাজ্জাক।
এ বিষয়ে এনায়েতপুর থানা আওয়ামী লীগের সভাপতি আহমেদ মোস্তফার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো কথা বলতে রাজি হননি।