জামালপুরে ছাগল চুরির অভিযোগে ৭ কিশোরের মাথা ন্যাড়া

মাইক্রোবাসটির ভেতরে দুটি ছাগল দেখতে পেয়ে উত্তেজিত জনতা কিশোরদের আটক করে।

জামালপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 March 2023, 04:07 AM
Updated : 9 March 2023, 04:07 AM

জামালপুরের মাদারগঞ্জে ছাগল চুরি করে পালানোর অভিযোগ এনে সাত কিশোরকে আটকের পর তাদের মাথা ন্যাড়া করে দেবার ঘটনা ঘটেছে।

বুধবার বিকাল সাড়ে ৫টায় বালিজুড়ী ইউনিয়নের সুখনগরী টিপুর মোড় এলাকায় এ ঘটনা ঘটে; পরে ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে তাদের উদ্ধার করা হয় বলে জানিয়েছেন মাদারগঞ্জ মডেল থানার ওসি মোহাম্মদ মাহবুবুল হক।

উদ্ধার করা কিশোররা সবাই ১৪ থেকে ১৬ বছর বয়সী। তাদের বাড়ি মাদারগঞ্জ পৌরসভা এলাকায়।

বালিজুড়ী ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য লাজু মিয়া সাংবাদিকদের বলেন, “বুধবার বিকালে সুখনগরী এলাকার হেনা বেগম নামে এক নারীর দুটি ছাগল নিয়ে মাইক্রোবাসে পালিয়ে যাচ্ছিল সাত কিশোর। স্থানীয়রা টেপুর মোড় এলাকায় মাইক্রোবাসটি আটক করে।

“এ সময় মাইক্রোবাসটির ভেতরে দুটি ছাগল দেখতে পেয়ে উত্তেজিত জনতা কিশোরদের আটক করে। তাদের মাথার চুল কেটে ন্যাড়া করে কোমরে রশি দিয়ে বেঁধে রাখে এবং সবাইকে কান ধরিয়ে বসিয়ে রাখে।”

ওসি মোহাম্মদ মাহবুবুল হক বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সাত কিশোর ও তাদের মাইক্রোবাসটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।

তিনি বলেন, “ছাগলের মালিক এ বিষয়ে কোনো অভিযোগ করেননি। পরে অভিভাবকদের ডেকে এনে তাদের হাতে কিশোরদের তুলে দেওয়া হয়েছে।”