আটকা পড়া পর্যটকদের যাতে কোনো ধরনের অসুবিধা না হয় এ ব্যাপারে ব্যবস্থা নিতে জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার সুহিলপুর এলাকার কুমিল্লা-সিলেট মহাসড়কে একটি চলন্ত প্রাইভেটকারে অগ্নিকাণ্ড হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিস স্টেশনে ওয়্যারহাউজ ইন্সপেক্টর আশরাফুল ইসলাম জানান, শুক্রবার বেলা ১২টায় এ ঘটনার পর মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে পুড়ে যাওয়া গাড়িটি মহাসড়ক থেকে সরিয়ে নেওয়ার পর বেলা ২টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।
আশরাফুল বলেন, জেলার সরাইল-বিশ্বরোড থেকে প্রাইভেটকারটি জেলা শহরের দিকে যাচ্ছিলো। সুহিলপুর এলাকায় আসার পর প্রাইভেটকারটিতে আগুন ধরে যায়।
“এ সময় গাড়িটিতে চালক ছাড়া আর কোনো আরোহী ছিলো না। তবে চালক অক্ষত আছেন।”
ইঞ্জিন অতিরিক্ত গরম হয়ে আগুন লেগেছে বলে ধারণা ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।