খাগড়াছড়িতে পুড়ল অর্ধশত দোকান

ক্ষতিগ্রস্ত ৫৩ পরিবারকে সাত হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে বলে জানান ইউএনও। 

খাগড়াছড়ি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 May 2023, 12:59 PM
Updated : 17 May 2023, 12:59 PM

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় অগ্নিকাণ্ডে অর্ধ শতাধিক দোকান পুড়ে গেছে।

মঙ্গলবার রাত ১টার দিকে উপজেলা বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান দীঘিনালা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা পঙ্কজ কুমার বড়ুয়া।

তিনি বলেন, “খবর পেয়ে খাগড়াছড়ি ও দীঘিনালা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আশপাশে পানির উৎস না থাকায় আগুন নেভাতে বিড়ম্বনায় পড়তে হয়েছে।

পঙ্কজ কুমার বড়ুয়া আরও বলেন, “সেখানকার ৫৩টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।” 

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।    

যদিও ক্ষতিগ্রস্ত দোকানিদের দাবি, আগুনে অন্তত কয়েক কোটি টাকার মালামাল পুড়ে গেছে।

ক্ষতিগ্রস্ত দোকান মালিক দীপেন চাকমা বলেন, “রাত ১টার দিকে কাগজের ফুলের দোকান থেকে আগুন লাগে। মোবাইল নাম্বার না থাকায় আমি দৌঁড়ে গিয়ে ফায়ার সার্ভিসে খবর দিই। আমার দোকানে প্রায় ২০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। কিছুই রক্ষা করতে পারিনি। নিঃস্ব হয়ে গেছি।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাতুল আলম বলেন, “ঘটনাস্থল পরিদর্শন করেছি। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ৫৩ পরিবারকে সাত হাজার টাকা করে আর্থিক সহায়তা দিয়েছি।”

পরবর্তীতে জেলা প্রশাসনের পক্ষ থেকে আরও সহায়তা করা হবে বলে ইউএনও জানান।