লাগল যে দোল

সারাদেশে উদযাপিত হল সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম উৎসব দোল পূর্ণিমা বা হোলি উৎসব। বাংলাদেশে এ উৎসবটি ‘দোলযাত্রা’, ‘দোল পূর্ণিমা’ নামেও পরিচিত। দোলযাত্রা ও গৌর পূর্ণিমা উপলক্ষে বাংলা ১১ চৈত্র, সোমবার শেরপুর, বরিশাল ও নেত্রকোণা জেলায় বিভিন্ন মন্দিরে পূজা, হোম যজ্ঞ, হোলি খেলা, প্রসাদ বিতরণসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করেছে হিন্দু ধর্মাবলম্বীরা। দোলযাত্রা হিন্দু বৈষ্ণবদের উৎসব। বৈষ্ণব বিশ্বাস অনুযায়ী, এ দিন শ্রীকৃষ্ণ বৃন্দাবনে রাধিকা এবং তার সখীদের সঙ্গে আবির খেলেছিলেন। সেই ঘটনা থেকেই দোল খেলার উৎপত্তি। এ কারণে দোলযাত্রার দিন এ মতের বিশ্বাসীরা রাধা-কৃষ্ণের বিগ্রহে আবিরে রাঙিয়ে দোলায় চড়িয়ে নগর কীর্তন করেন। এ সময় তারা আবির বা রং খেলার আনন্দে মেতে ওঠেন।

শেরপুর প্রতিনিধিবরিশাল প্রতিনিধি. নেত্রকোণা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 March 2024, 02:10 PM
Updated : 25 March 2024, 02:10 PM