আগুনে পুড়ল খুলনা নগরীর ৪ দোকান

ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

খুলনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Feb 2024, 05:44 AM
Updated : 25 Feb 2024, 05:44 AM

খুলনা নগরীতে অগ্নিকাণ্ডে চারটি দোকান পুড়ে গেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

শনিবার রাত ১২টার দিকে নগরীর ফেরি ঘাট এলাকায় এ ঘটনা ঘটে বলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের খুলনা সদর স্টেশনের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা শাহিদুল ইসলাম জানান।

তিনি বলেন, প্রথমে একটি দোকানে আগুন লাগে। পরে মুহূর্তের মধ্যে তা আশপাশের আরও তিনটি দোকানে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে সদর স্টেশনের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরে নগরীর টুটপাড়া, বয়রা, খালিশপুর, দৌলতপুর থেকে আরও সাতটি ইউনিট যোগ দেয়।

১১টি ইউনিট মিলে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় রাত দেড়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে দুটি বইয়ের দোকান এবং দুটি তৈরি আসবাবপত্রের দোকান সম্পূর্ণ পুড়ে গেছে।

আগুনের সূত্রপাত সম্পর্কে ফায়ার সার্ভিসের কর্মকর্তা শাহিদুল ইসলাম কিছু জানাতে পারেননি।