গাজীপুরে ৩ দোকান পুড়ে ‘১৫ লাখ’ টাকার ক্ষয়ক্ষতি

বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা ফায়ার সার্ভিসের।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 March 2024, 09:53 AM
Updated : 29 March 2024, 09:53 AM

গাজীপুরের শ্রীপুর উপজেলায় আগুন লেগে তিনটি মুদির দোকান পুড়ে গেছে।

শুক্রবার ভোর পৌনে ৬টার দিকে উপজেলার মাওনা ইউনিয়নের চকপাড়া গ্রামের মেডিকেল মোড় এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে বলে শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাহবুবুর রহমান জানান।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, প্রথমে মোশাররফ হোসেন খানের মুদি দোকানে আগুনের সূত্রপাত হয়। পরে তা পাশের জসিম উদ্দিন ও রতন মিয়ার মুদি দোকানে ছড়িয়ে পড়ে।

সকাল ৬টার দিকে রতন মিয়া তার দোকান খুলতে গিয়ে আগুন দেখে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন গিয়ে নেভানোর চেষ্টা করে। পরে ফায়ার স্টেশনে খবর দেয় তারা।

রতন মিয়া বলেন, “আগুনে আমাদের তিন দোকানের দুটি ফ্রিজ, আইপিএস ও মুদি মালসহ আনুমানিক প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।”

মাহবুবুর রহমান বলেন, "খবর পেয়েই দুটি ইউনিটের কর্মীরা গিয়ে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন । কিন্তু ততক্ষণে তিনটি দোকান পুড়ে যায়।”

বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা ফায়ার সার্ভিসের এ কর্মকর্তার।

১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতির প্রসঙ্গে তিনি বলেন, তাৎক্ষণিকভাবে নির্দিষ্ট পরিমাণ এখনও জানতে পারেনি ফায়ার সার্ভিস।