শরবত পানের পরেই বুক জ্বালাপোড়া ও বমি শুরু হয়। স্থানীয়রা তাদেরকে হাসপাতালে নেয়।
Published : 14 Mar 2024, 11:11 PM
ইফতারের জন্য বানানো শরবতে ভুল করে ব্যবহার হয়েছে ব্যাটারির পানি; আর সেই শরবত পান করে হাসপাতালে চার জন।
বৃহস্পতিবার সন্ধ্যায় কক্সবাজারের উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের গয়ালমারা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা জানিয়েছেন, অসুস্থরা হলেন নুরুল হাকিম, নুরুল বশর, আব্দুল কাদের ও ইমাম শরীফের ছেলে ইসহাক আহমদ। তারা সবাই নিকটাত্মীয় ও প্রতিবেশী।
চেয়ারম্যান নুরুল বলেন, গয়ালমারা স্টেশনে স্থানীয় একটি টমটমের (ইজিবাইক) গ্যারেজে দোকান মালিক ও কর্মচারীরা ইফতারের আয়োজন করে। এতে ভুলবশত ব্যাটারির পানি দিয়ে শরবত তৈরি করা হয়।
৪ জন সেই শরবত পানের পরেই বুক জ্বালাপোড়া ও বমি শুরু হয়। খবর পেয়ে স্থানীয়রা তাদেরকে উদ্ধার উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
কর্তব্যরত চিকিৎসক ৪ জনকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠান।
অসুস্থ নুরুল হাকিম বলেন, বুধবার রাতে দোকানের মালিক এক শিশু কর্মচারীকে শরবত তৈরি করার জন্য এক বোতল পানি পাশের দোকানে ফ্রিজে রাখতে বলেন। শিশুটি ভুল করে ব্যাটারির পানি রেখে আসে। বৃহস্পতিবার ইফতারের আগে বোতলটি এনে সেই পানি দিয়ে শরবত তৈরি করা হয়।
সেই শরবত পানের সময়ই বোঝা যায় কোনো একটি গড়বড় হয়েছে। তাই কয়েক চুমুক পান করার পর তারা বাকিগুলো রেখে দেন। এক পর্যায়ে শুরু হয় জ্বালাপোড়া ও বমি।
চিকিৎসকরা জানিয়েছেন, তারা আশঙ্কামুক্ত রয়েছেন।